চেলসি থেকে নাপোলিতে যোগ দিয়েছেন বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড।
Published : 29 Aug 2024, 10:40 PM
ধারে গত দুই মৌসুম সেরি আর দুই ক্লাবে খেলা রোমেলু লুকাকু এবার পাকাপাকিভাবেই পাড়ি জমিয়েছেন ইতালিয়ান ফুটবলে। চেলসি থেকে বেলজিয়ামের এই তারকা ফরোয়ার্ডকে দলে টেনেছে নাপোলি।
ক্যারিয়ারের একেবারে শুরুতে চেলসিতে খেলা লুকাকুকে ২০২১ সালে ফেরায় ইংলিশ ক্লাবটি। তবে গত দুই মৌসুম তাকে ধারে খেলতে হয় ইন্টার মিলান ও রোমায়। এবার এই ফুটবলারকে পুরোপুরি কিনে নিয়েছে নাপোলি।
চুক্তির মেয়াদ বা আর্থিক লেনদেনের বিষয় নিয়ে কিছু জানায়নি সেরি আর ক্লাবটি। ব্রিটিশ গণমাধ্যমের খবর, লুকাকুকে পেতে ৩ কোটি পাউন্ড খরচ করতে হয়েছে নাপোলিকে।
ক্লাবটিতে কোচের দায়িত্ব পালন করছেন আন্তোনিও কন্তে। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ইন্টার মিলানে তার কোচিংয়েই খেলেছিলেন লুকাকু। পুরনো কোচের সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি।
২০২১ সালে ইন্টারের সেরি আ জয়ে বড় অবদান ছিল লুকাকুর। সেবার লিগ ম্যাচে ২৪ গোল করেছিলেন তিনি। এরপর সেখান থেকে চেলসিতে পাড়ি জমালেও প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে ২০২২ সালের মে মাসের পর আর মাঠে নামা হয়নি তার।
ইন্টারের হয়ে সব মিলিয়ে ১৩২ ম্যাচে ৭৮ গোল করা লুকাকুর এবার নাপোলিতে আলো ছড়ানোর পালা। চেলসির হয়ে ৫৯ ম্যাচে ১৫ গোল করেন তিনি। আরেক ইংলিশ ক্লাব এভারটনের হয়ে ক্যারিয়ারে সবচেয়ে বেশি ১৬৬ ম্যাচ ও ৮৭ গোল করেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে মাঠে নামেন ৯৬ ম্যাচে, নামের পাশে গোল ৪২টি।
২০২২-২৩ মৌসুমের সেরি আ চ্যাম্পিয়ন নাপোলি এবার লিগে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে জিতেছেন একটিতে। আগামী শনিবার পার্মার মুখোমুখি হবে তারা।