এমন আচরণের জন্য ম্যাচ বাজেয়াপ্ত করার কথাও ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা।
Published : 16 May 2024, 08:13 PM
কোনো কিছুতেই যেন ফুটবলে বর্ণবাদী আচরণ থামানো যাচ্ছে না। এর বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফিফা। বর্ণবাদের শাস্তি বাধ্যতামূলক করার পাশাপাশি প্রয়োজনে ম্যাচ বাজেয়াপ্ত করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথাও ভাবছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
থাইল্যান্ডের ব্যাংককে শুক্রবার ফিফা কংগ্রেস সভায় প্রস্তাবগুলো উত্থাপন করা হবে। ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ত্রোম বৃহস্পতিবার বলেছেন, প্রস্তাবের রূপরেখা তুলে ধরে এরই মধ্যে ফিফার ২১১ সদস্যের সবাইকে একটি চিঠি পাঠানো হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, নিয়ম ও নিষেধাজ্ঞা, মাঠের পদক্ষেপ এবং সম্ভাব্য অপরাধমূলক অভিযোগের বিষয়গুলো।
“আমরা…ফিফার ২১১ সদস্য অ্যাসোসিয়েশনের স্বতন্ত্র আচরণবিধিতে বর্ণবাদকে বাধ্যতামূলকভাবে একটি নির্দিষ্ট অপরাধ হিসেবে যুক্ত করতে পারি। অন্যান্য ঘটনা থেকে বর্ণবাদকে আলাদা করা, এই আচরণের জন্য ম্যাচ বাজেয়াপ্ত করাসহ নির্দিষ্ট এবং কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।”
“বর্ণবাদের কোনো ঘটনা ঘটলে আমরা খেলায় বিরতি দিতে পারি, সাময়িক স্থগিত করতে পারি এবং পরিত্যক্ত করতে পারি। বর্ণবাদের ঘটনা সম্পর্কে অবহিত করতে আমরা খেলোয়াড়দের জন্য একটি বৈশ্বিক মান অনুযায়ী ইঙ্গিতের প্রচলন করতে পারি এবং রেফারিকে এই তিন ধাপের প্রক্রিয়া বাস্তবায়নের সংকেত দিতে পারি।”
বর্ণবাদের শিকার হলে খেলোয়াড়রা দুই হাতের কব্জি ক্রসের মতো উঁচিয়ে ধরবে। এই ইঙ্গিতের মাধ্যমে রেফারি বুঝতে পারবেন বৈষম্যমূলক আচরণের ঘটনা ঘটেছে।
এরপরই ফিফার নির্দেশনা অনুযায়ী তিন-ধাপ প্রক্রিয়ার পথে হাঁটবেন রেফারি। প্রথমে বর্ণবাদী আচরণ বন্ধ করার জন্য ঘোষণা দেওয়ার অনুরোধ করবেন রেফারি। ম্যাচটি স্থগিত রাখা হবে যতক্ষণ না এমন আচরণ থামছে। প্রয়োজনে কিছু পরিস্থিতিতে ম্যাচ পরিত্যক্তও করা হতে পারে।
বর্ণবাদকে সব দেশেই অপরাধমূলক কাজ হিসেবে স্বীকৃতি দিতে চান ফিফা মহাসচিব।
“আমরা... বিশ্বের প্রতিটি দেশেই বর্ণবাদকে ফৌজদারি অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দেব। যেখানে ইতিমধ্যে এই অপরাধ সংগঠিত হয়েছে, সেখানে যতটুকু গুরুত্বের সঙ্গে বিচারের দরকার, তার জন্য চাপ দিব।”
স্কুলে এবং সরকারের সঙ্গে শিক্ষামূলক উদ্যোগের বিকাশ ও প্রচারের দিকে নজর দেবে ফিফা। সাবেক ফুটবলারদের নিয়ে একটি বর্ণবাদবিরোধী প্যানেলও প্রতিষ্ঠা করবে সংস্থাটি।