তিন হ্যাটট্রিকে ভিক্টোরিয়া এসসিকে স্রেফ খড়কুঁটোর মতো উড়িয়ে দিয়েছে আবাহনী।
Published : 18 Mar 2024, 06:36 PM
ভিক্টোরিয়া এফসির বিপক্ষে ম্যাচ মানেই যেন প্রতিপক্ষের গোল উৎসবের উপলক্ষ! প্রিমিয়ার ডিভিশন হকিতে দলটির গত পাঁচ ম্যাচের দিকে তাকালে তার প্রমাণও মিলছে। তাদেরকে গোলের বন্যায় ভাসিয়েছে আবাহনীও।
এরই মধ্যে গোল হজমের ‘হাফসেঞ্চুরি’ পূরণ করে ফেলেছে ভিক্টোরিয়া! সবশেষ, মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে সোমবার তাদেরকে ১৬-০ ব্যবধানে হারিয়েছে আকাশি-নীল জার্সিধারীরা। হ্যাটট্রিক করেছেন তিন জন।
পাঁচ ম্যাচে ভিক্টোরিয়া হজম করেছে ৫১টি গোল। চলমান লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল খাওয়া দলটি তারাই। আবাহনী এ নিয়ে প্রতিপক্ষের জালে গোল দিল ৪১টি।
টানা পঞ্চম জয় তুলে নেওয়া ম্যাচে আবাহনীর উদযাপনের শুরু প্রথম মিনিট থেকে, অধিনায়ক আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদের মধ্য দিয়ে। পরে ১৬ ও ৩৯তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন ‘পিসি স্পেশাল্টি’ খ্যাত এই তারকা। আশরাফুল ৫১তম মিনিটে করেন ব্যক্তিগত চতুর্থ গোলটি।
ওবায়দুল হোসেন জয় খাতা খোলেন নবম মিনিটের ফিল্ড গোলে। ১৩ ও ২২তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণের পর ৩৭ তম মিনিটে চতুর্থবার জালের দেখা পান তিনি।
পুস্কর ক্ষীসা মিমোও করেছেন চারটি গোল। একাদশ মিনিটে লক্ষ্যভেদ করে যাত্রা শুরু করেন হ্যাটট্রিকের পথে। ২৬ ও ৩৪তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণের পর ৫০তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে করেন ব্যক্তিগত চতুর্থ গোলটি।
এর পাশাপাশি হুজাইয়ফা হোসেন দুই বার এবং ফরহাদ আহমেদ শিটুল ও রাকিবুল হাসান একবার করে জালের দেখা পান। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে আবাহনী।