হারের শঙ্কা উড়িয়ে তৃতীয় কিংস

শেষ দিকের নৈপুণ্যে জয় দিয়ে ফেডারেশন কাপ শেষ করেছে অস্কার ব্রুসনের দল।

ক্রীড়া প্রতিবেদক
Published : 23 May 2023, 01:06 PM
Updated : 23 May 2023, 01:06 PM

ফেডারেশন কাপের শিরোপা স্বপ্ন গুঁড়িয়েছিল আগেই। হারের চোখ রাঙানি প্রবলভাবে ছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে শেষ দিকে ঘুরে দাঁড়াল বসুন্ধরা কিংস। জয় দিয়ে শেষটা করতে পারল অস্কার ব্রুসনের দল।

কিংস অ্যারেনায় মঙ্গলবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২-১ গোলে জিতেছে কিংস। শেষ দিকে রবসন দি সিলভা রবিনিয়ো সমতা ফেরানোর পর মিগেল ফিগেইরা দামাশেনো করেন জয়সূচক গোলটি।

২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া কিংস পরের আসরে খেলেনি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ খেলার অনুপোযুক্ত দাবি করে। এবার তাদের মুকুট ফিরে পাওয়ার আশা শেষ হয়ে যায় সেমি-ফাইনালে মোহামেডানের কাছে হেরে।

আগামী ৩০ জুন ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। এ প্রতিযোগিতায় রেকর্ড দ্বাদশ শিরোপাটি আবাহনী জিতে গত মৌসুমে। দশম এবং সবশেষ শিরোপার স্বাদ মোহামেডান পেয়েছিল সেই ২০০৯ সালে।

দিদিয়েরের গোলে পিছিয়ে কিংস

মাত্র একজন বিদেশি রেখে সেরা একাদশ সাজায় কিংস। কিন্তু মিগেল ফিগেইরা দামাশেনো সেভাবে ঝলক দেখাতে পারেননি। উল্টো ষষ্ঠ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে কিংস। চার্লস দিদিয়েরকে বক্সে তপু বর্মন ফাউল করলে পেনাল্টি পায় শেখ রাসেল। প্রথম দফায় বল জালে জড়ালেও পেনাল্টি স্পটে বল না বসানোয় ফের পেনাল্টি নিতে হয় দিদিয়েরকে। দ্বিতীয় দফায়ও আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন তিনি।

শেষ দিকে কিংসের দাপট

গত স্বাধীনতা কাপের ফাইনালে কিংসের কাছে হেরেছিল শেখ রাসেল। এ ম্যাচে মধুর প্রতিশোধ নেওয়ার পথেই ছিল তারা। কিন্তু ৭৮তম মিনিটে জিকোকে একা পেয়েও ব্যবধান দ্বিগুণ করতে পারেননি দলটির ফরোয়ার্ড কেনেথ ইকেচুকু। গোলরক্ষক বরাবর মেরে নষ্ট করেন সুযোগ।

একটু পর জোরাল লক্ষ্যভ্রষ্ট শটে রাকিব হোসেন হেলায় হারান সমতার সুযোগ। তবে বদলি নামা দুই ব্রাজিলিয়ান শেষ পর্যন্ত কিংসের ত্রাতা। ৮৫তম মিনিটে রবিনিয়োর শট খালেকুরজ্জামানের গায়ে লেগে জালে জড়ালে স্কোরলাইনে আসে সমতা। পাঁচ মিনিট পর দোরিয়েলতনের পাস ধরে বক্সের বাইরে থেকে আচমকা শটে ম্যাচের ভাগ্য গড়ে দেন দামাশেনো।

গত কয়েক মৌসুম ধরে একের পর এক শিরোপা জেতা কিংসের ফেডারেশন কাপে তৃতীয় হওয়া অন্যরকম খবর বটে। তবে মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপ জেতা দলটি আছে প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের পথেও।