নারী ফুটবল
Published : 03 May 2025, 06:03 PM
অবশেষে রুদ্ধ দুয়ার খুলে দিলেন পিটার জেমস বাটলার। ভুটানে খেলতে যাওয়া ১০ ফুটবলারের মধ্যে পাঁচ জনকে আসছে ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ম্যাচের জন্য দলে ডাকছেন তিনি।
এই পাঁচ জন হলেন মনিকা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও ঋতুপর্ণা চাকমা। গত উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর যে ১৮ জন বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন, তাদের মধ্যে ছিলেন এই পাঁচ জনও।
বাফুফের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে আসছে দুই ম্যাচের জন্য এই পাঁচ জনের ডাক পাওয়ার বিষয়টি।
“ভুটানে লিগ খেলতে যাওয়া ১০ ফুটবলারের মধ্যে পাঁচ জনকে ডাকা হবে আসছে ফিফা উইন্ডোতে জর্ডান ও ইন্দোনেশিয়া ম্যাচে দলের সঙ্গী হওয়ার জন্য। তারা হলেন মনিকা, মারিয়া, রুপনা, শামসুন্নাহার সিনিয়র ও ঋতুপর্ণা।”
মেয়েদের এশিয়ান কাপ বাছাই শুরু হবে আগামী ২৩ জুনে, মিয়ানমারে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমার।
এশিয়ান কাপ বাছাইয়ের অভিযানে যাওয়ার আগে প্রস্তুতি শাণিয়ে নিতে আগামী ৩১ মে জর্ডান ও ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে জর্ডানে। এই দুই ম্যাচের জন্যই মনিকা-মারিয়াদের ডেকেছেন বাটলার।
সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র ও কৃষ্ণা রানী সরকার- এই ১০ জন ভুটানের লিগে খেলতে গেছেন। লিগটি বর্তমানে স্থগিত রয়েছে।