চ্যাম্পিয়ন্স লিগ
অসুস্থ তরুণ মিডফিল্ডার গাভিকে নিয়ে তাড়াহুড়া করতে নারাজ বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
Published : 05 Mar 2025, 05:25 PM
অসুস্থতা থেকে এখনও সেরে ওঠেননি গাভি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় বার্সেলোনা।
ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোর প্রথম লেগে বুধবার বেনফিকার মাঠে খেলবে কাতালান ক্লাবটি। এই লড়াইয়ে গাভির খেলা নিয়ে সংশয়ের কথা বলেছেন দলটির কোচ হান্সি ফ্লিক।
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে বেনফিকার বিপক্ষে বার্সেলোনার ৫-৪ গোলে জেতা রোমাঞ্চকর ম্যাচে খেলেছিলেন গাভি। কিন্তু কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছেন ২০ বছর বয়সী এই মিডফিল্ডার। দলের সবশেষ দুটি লিগ ম্যাচে খেলতে পারেননি তিনি।
বেনফিকা ম্যাচের প্রস্তুতির জন্য দলের অনুশীলনেও যোগ দিতে পারেননি গাভি। তাই ম্যাচটিতে তার খেলা নিয়ে শঙ্কার কথা বলেছেন ফ্লিক।
“তার অবস্থা আমরা দেখব। ভালো অনুভব না করায় গতকাল সে অনুশীলন করেনি। সে আবার চিকিৎসকের কাছে যাবে, আমাদের অপেক্ষা করতে হবে।”
অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোট থেকে সেরে ওঠার পর বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচ খেলেছেন গাভি। ২ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন তিনটিতে।
বার্সেলোনার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠা গাভিকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ফ্লিক।
“গাভি শুধু ১০ নম্বর নয়, বিভিন্ন পজিশনে খেলতে পারে এবং সে আমাদের রক্ষণে সত্যিই ভালো সহায়তা করে… বল পায়ে সে দারুণ। দানি ওলমোও এই পজিশনে খেলা উপভোগ করে, সে গোল করে এবং সুযোগ তৈরি করে।”
“গাভিও বড় ধরনের চোট থেকে ফিরেছে এবং প্রতি তিন- চার দিন পর পর খেলার সময় আমাদের এটা খেয়াল রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে।”
শেষ ষোলোর দ্বিতীয় লেগে আগামী মঙ্গলবার ঘরের মাঠে খেলবে বার্সেলোনা। এর আগে লা লিগায় শনিবার ওসাসুনার মুখোমুখি হবে তারা।