ইংলিশ প্রিমিয়ার লিগ
পেপ গুয়ার্দিওলা মনে করছেন, শেষ রাউন্ডে তাদেরকে হারাতে সবটুকু উজাড় করে দেবে ওয়েস্ট হ্যাম।
Published : 18 May 2024, 04:44 PM
প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তোলা থেকে স্রেফ এক ম্যাচ দূরে ম্যানচেস্টার সিটি। তবে এই ম্যাচেই বদলে যেতে পারে ভাগ্য, পা হড়কালেই হাত থেকে ফসকে যেতে পারে শিরোপা। তাই ওয়েস্ট হ্যাম ম্যাচ নিয়ে খেলোয়াড়দের সতর্কবার্তা দিয়েছেন পেপ গুয়ার্দিওলা। সিটি কোচ মনে করছেন, শেষ রাউন্ডে তাদের হারাতে সর্বোচ্চ চেষ্টা করবে প্রতিপক্ষ।
লিগ শিরোপার ভাগ্য এখন পর্যন্ত সিটির হাতেই আছে। কোনো সমীকরণ ছাড়া টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের ট্রফি ঘরে তুলতে হলে ওয়েস্ট হ্যামকে হারাতে হবে তাদের। ম্যাচটি ঘরের মাঠে রোববার খেলবে দলটি।
লিগের শেষ ম্যাচটি হারলে কিংবা ড্র করলেও শিরোপা জয়ের সুযোগ থাকবে ৩৭ রাউন্ড শেষে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকার সিটির। তবে এক্ষেত্রে এভারটনের বিপক্ষে ৮৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আর্সেনালের হোঁচট খাওয়া কামনা করতে হবে তাদের।
তবে শেষ দিনে শঙ্কার ঘটনা পেরিয়ে আসার অভিজ্ঞতা আছে সিটির। শিরোপা হারানোর দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে শেষের গোলে ২০১২ সালে তারা হারিয়েছিল কুইন্স পার্ক রেঞ্জার্সকে। একই অভিজ্ঞতা হয় ২০২২ সালে, অ্যাস্টন ভিলার বিপক্ষে।
অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়া ওই লড়াইয়ের কথা ভালো করেই মনে আছে গুয়ার্দিওলার। তাই তার মনে হচ্ছে, ওয়েস্ট হ্যামও তাদেরকে কঠিন চ্যালেঞ্জ জানাবে। তবে সব কিছুর জন্যই প্রস্তুত থাকার কথা বললেন স্প্যানিশ এই কোচ।
“তিনি (ওয়েস্ট হ্যাম কোচ ডেভিড ময়েস) আমাদের হারানোর জন্য সব কিছু করবেন। খুবই কঠিন ম্যাচটির জন্য আমি প্রস্তুত। টটেনহ্যাম প্রতিটি বলের জন্য কীভাবে লড়াই করেছিল সেটা খেলোয়াড়দের মনে করিয়ে দিতে চাই।”
“টটেনহ্যাম বেশ আক্রমণাত্মক ও প্রতিশ্রুতিবদ্ধ ছিল। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমাদের হারাতে ওয়েস্ট হ্যামের ১১ জন খেলোয়াড়ই প্রস্তুত থাকবে। দুই মৌসুম আগে অ্যাস্টন ভিলার বিপক্ষে একই পরিস্থিতিতে ছিলাম এবং ওই ম্যাচে তাদের পাওয়ার কিছুই ছিল না এবং আমি জানি কী ঘটেছিল। এবারও সেরকমই হতে চলেছে।”
কোচ হিসেবে ১৫ বার ময়েসের মুখোমুখি হয়ে স্রেফ একবারই হেরেছেন গুয়ার্দিওলা। আর ওয়েস্ট হ্যামের বিপক্ষে শেষ ১৬ ম্যাচেই অপরাজিত আছে সিটি। দলটির বিপক্ষে আরেকটি জয়ে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে টানা চারটি শীর্ষ লিগের শিরোপা জয়ের ইতিহাস গড়বে সিটি। আর কোচ হিসেবে ষষ্ঠ প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পাবেন গুয়ার্দিওলা।
সেসব নিয়ে অবশ্য ভাবছেন না সিটি কোচ। তার মতে, লিগ শিরোপা জয়ের জন্য সবচেয়ে ভালো অবস্থায় আছে দল। তবে লড়াইটা যে সহজ হবে না, বুঝতে পারছেন তিনি।
“মৌসুমের শুরুতে যদি প্রিমিয়ার লিগের সব দলকে জিজ্ঞেস করা হতো, মৌসুমের শেষ ম্যাচের জন্য সেরা অবস্থান কোনটি, আমরা সেরা অবস্থানে আছি। এটা নিশ্চিত। একটা ম্যাচ, ভাগ্য আমাদের হাতে। চ্যাম্পিয়ন হতে আমাদের একটা ম্যাচ জিততে হবে। সব দলই আমাদের পজিশনে থাকতে চাইবে, এটা নিশ্চিত।”
“তবে এটা সহজ হবে না। আমার মনে হচ্ছে, অ্যাস্টন ভিলার সঙ্গে খেলা ওই ম্যাচের মতো হবে। ১০ মিনিটেই ৩-০ ব্যবধানে এগিয়ে থাকতে চাইব আমরা, কিন্তু এমনটা হবে না।”