জুনিয়র এএইচএফ কাপ
শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
Published : 15 Jun 2024, 08:40 PM
শুরুতেই পিছিয়ে পড়ল দল। তবে ঘুরে দাঁড়াতে সময় নিল না মেয়েরা। জমজমাট লড়াইয়ে থাইল্যান্ডকে হারিয়ে জুনিয়র এএইচএফ কাপ হকির এবারের আসরে যাত্রা শুরু করল বাংলাদেশ।
সিঙ্গাপুরে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে পিছিয়ে পড়া দলকে ষষ্ঠ মিনিটে সমতায় ফেরান এমা নাদিরা। এরপর অর্পিতা পল, ফাতেমাতুজ জহুরা ও কনা আক্তারের গোলে জেতে বাংলাদেশ। অপির্তা করেন জোড়া গোল।
তিন পয়েন্ট নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে হংকংয়ের। শ্রীলঙ্কার কাছে নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলে হেরেছে হংকং।