স্প্যানিশ ফুটবল
শিরোপা লড়াইয়ে বার্সেলোনা ম্যাচকে ভীষণ গুরুত্বপূর্ণ মনে করছেন আতলেতিকো মাদ্রিদ কোচ।
Published : 16 Mar 2025, 03:53 PM
মাদ্রিদ ডার্বির পর তিন দিন পেরিয়ে গেলেও রেশ যেন কাটছে না। আতলেতিকো মাদ্রিদের কেউ গণমাধ্যমের সামনে এলে উঠে আসছে টাইব্রেকারে হুলিয়ান আলভারেসের দুইবার বল স্পর্শের ঘটনা। এ নিয়ে আর কোনো কথা বলতে চান না জানিয়ে, সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন দিয়েগো সিমেওনে। চ্যাম্পিয়ন্স লিগের ‘অবিচার’ ভুলে দলকে বার্সেলোনা ম্যাচে মনোযোগ দিতে বলেছেন আতলেতিকো মাদ্রিদ কোচ।
রেয়ালের বিপক্ষে বেদনাদায়ক হারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ে এখনও ভীষণ হতাশ আতলেতিকো, তাদের মাঝে অবিচারের শিকার হওয়ার অনুভূতি। সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় এসব পেছনে ফেলে এগিয়ে যাওয়ার তাগিদ দিলেন সিমেওনে।
ওয়ান্দা মেত্রোপলিতানোয় টাইব্রেকারের সময় পা পিছলে দুইবার বল স্পর্শ করেন হুলিয়ান আলভারেস। ভিএআরের হস্তক্ষেপে বাতিল হল গোল। ম্যাচের ফলে যেটি ফেলে অনেক বড় প্রভাব। রোববার বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে ‘শেষবার’ এ নিয়ে কথা বললেন সিমেওনে।
“আমার একমাত্র যে ক্ষমতা আছে, সেটা হলো নিশ্চিত করা যে দল প্রতিযোগিতা করছে। আমি আমাদের সমর্থকদের দিকটা বুঝতে পারছি, সবার হতাশা, ক্ষোভ ও অবিচারের অনুভূতি অনুভব করতে পারছি।”
“আগের ম্যাচ নিয়ে আমি আর কোনো কথা বলব না। আমাদের এখন সামনের ম্যাচে মনোযোগ দিতে হবে। খুব ভালো খেলছে এমন একটি দারুণ প্রতিপক্ষের বিপক্ষে ভালো একটি সুযোগ আমাদের সামনে। আমরা নিজেদের দিকে মনোযোগ দিচ্ছি এবং সমর্থকদের দেখাতে চাচ্ছি যে, আমরা প্রতিদ্বন্দ্বিতা করে যেতে পারি।”
২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে রেয়াল। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো।
৫৪ বছর বয়সী আর্জেন্টাইন কোচ মনে করছেন, কাতালান ক্লাবটির বিপক্ষে তাদের লড়াই গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে শিরোপা লড়াইয়ে।
“মৌসুম এগিয়ে যাওয়ার সময় পয়েন্ট তালিকায় সঠিক দূরত্ব রক্ষা করা সব সময়ই গুরুত্বপূর্ণ। আমাদের দিক থেকে সুযোগ এই ম্যাচে জেতা এবং ব্যবধান কমিয়ে আনা। আর যদি ওরা জেতে তাহলে শিরোপার দিকে আরও এগিয়ে যাবে।”
“বার্সেলোনার সব কিছুই আমাদের জন্য চিন্তার কারণ। ওরা খুবই পরিপূর্ণ একটা দল, দুর্দান্ত একটা দল এবং তারা গত সপ্তাহটা দারুণভাবে সামাল দিয়েছে।”