চ্যাম্পিয়ন্স লিগ
সেমি-ফাইনালের টিকেট পেতে ঘরের মাঠে পিএসজিকে বড় ব্যবধানে হারানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অ্যাস্টন ভিলা স্ট্রাইকার মর্গ্যান রজার্স।
Published : 14 Apr 2025, 09:44 PM
প্রথম লেগের পরাজয়ে দুই গোলে পিছিয়ে আছে দল। তবে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে, পিএসজিকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী অ্যাস্টন ভিলার স্ট্রাইকার মর্গ্যান রজার্স।
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে গত সপ্তাহে পিএসজির মাঠে ৩-১ গোলে হেরে যায় ভিলা। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে থাকতে মঙ্গলবার রাতে নিজেদের আঙিনায় নামবে তারা। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
গত বুধবারের ওই ম্যাচে রজার্সের গোলে প্রথমে লিড নিয়েছিল ভিলাই। তবে সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি তাদের। চার মিনিটের মধ্যে সমতা টানেন দিজিরে দুয়ে। আর দ্বিতীয়ার্ধে খাভিচা কাভারাৎস্খেলিয়া ও নুনো মেন্দেসের গোলে জয় পায় পিএসজি।
ওই হারের পর প্রিমিয়ার লিগে গত শনিবার সাউথ্যাম্পটনকে ৩-০ গোলে হারিয়েছে ভিলা। মোমেন্টাম ধরে রেখে এবার পিএসজি বধের স্বপ্ন দেখছে দলটি।
কঠিন চ্যালেঞ্জে নামার আগের দিন সংবাদ সম্মেলনে রজার্স বললেন, নিজেদের আঙিনায় ‘চেনা প্রতিপক্ষ’ পিএসজির মুখোমুখি হতে প্রস্তুত তারা।
“ড্রেসিং রুমে বিশ্বাসের কমতি নেই। আমি জানি, অনেকেই এই ম্যাচের আগে আমাদের বিদায় লিখে ফেলেছে। কিন্তু প্রথম লেগে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ ভালোভাবেই দিয়েছি।”
“অবশ্যই আমাদের উন্নতির জায়গা আছে। তবে আমরা এখন পিএসজি সম্পর্কে জানি। সবকিছু এখন আমাদের হাতে। ঘরের মাঠে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালের ম্যাচ, এর চেয়ে ভালো কিছু হতে পারত না।”
দুই গোলে পিছিয়ে থাকায় সেমি-ফাইনালের টিকেট পেতে ঘরের মাঠে অন্তত তিন গোল করতে হবে ভিলার। কাজটি খুব কঠিন হলেও চ্যালেঞ্জ জেতার প্রত্যয় রজার্সের কণ্ঠে।
“ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য কারো থাকলে, সেটা আমরাই। সব আমাদের হাতে। আমরা চ্যালেঞ্জ নিতে উদগ্রীব। কঠিন লড়াই হতে যাচ্ছে। আমি বলছি না যে, আমরা পারবই। তবে অবশ্যই আমরা চেষ্টা করব এবং জয়ের জন্য মাঠে নামব।”