নেতৃত্ব পেয়ে দলে নিজের ছাপ রাখতে উন্মুখ মোরাতা

স্পেন দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2023, 03:46 PM
Updated : 25 March 2023, 03:46 PM

কাতার বিশ্বকাপের পর স্পেন দলে এসেছে বড় পরিবর্তন। বদল এসেছে নেতৃত্বেও। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের আগে অধিনায়কত্ব পেয়েছেন আলভারো মোরাতা। এতে দারুণ খুশি এই স্ট্রাইকার। দলের জন্য আরও অবদান রাখতে চান তিনি।

গত বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় স্পেন। এরপর দলটির ডাগ আউটে লুইস এনরিকের স্থলাভিষিক্ত হন লুইস দে লা ফুয়েন্তে। জাতীয় দল থেকে অবসর নেন বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করা মিডফিল্ডার সের্হিও বুসকেতস।

স্পেন দলে তাই সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মোরাতাই। ইউরোর বাছাইয়ে দলটির প্রথম ম্যাচ শনিবার, নরওয়ের বিপক্ষে৷ এই ম্যাচের আগে অধিনায়ক ঘোষণা করা হয় ৩০ বছর বয়সী মোরাতাকে। 

নতুন দায়িত্ব পেয়ে আতলেতিকো মাদ্রিদের এই ফুটবলার বলেছেন, বাছাইয়ের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তার দল।

“এটা একটা গর্ব এবং আনন্দের ব্যাপার। আমি সবকিছু ভালোভাবে হওয়া এবং জেতার দিকে তাকিয়ে আছি। আমি এখানে তরুণদের সাহায্য করার জন্য আছি।”

"একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও একটি বিশ্বকাপের টিকেট পাওয়া সহজ নয়। আমাদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আমরা সবাই পরিষ্কার এবং সেটা হলো এই ধরনের টুর্নামেন্টে আমাদের সবসময় খেলতে হবে।”