ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
প্রথমে ৬ হাজার ফ্রি টিকেট দেওয়া শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।
Published : 11 Jun 2024, 11:18 PM
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগালের অনুশীলনের টিকেটের চাহিদা তুঙ্গে উঠেছে। ৮০০ ইউরো পর্যন্ত বিক্রি হচ্ছে একটি টিকেট। বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ টাকার বেশি।
ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলস্কোরার রোনালদো। ২০৪ ম্যাচে তার গোল ১২৮টি। এই নিয়ে ক্যারিয়ারের ষষ্ঠবারের মতো ইউরোতে খেলবেন ৩৯ বছর বয়সী মহাতারকা।
মহাদেশ সেরা এই প্রতিযোগিতায় ২০০৪ সালে নিজের অভিষেক আসরে ফাইনালে হারের স্বাদ পেয়েছিলেন তিনি। অবশেষে ২০১৬ সালে পান এই শিরোপার স্বাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের পাঠ চুকিয়ে গত বছর থেকে সৌদি আরবের দল আল নাস্রের হয়ে খেলছেন সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
বলার অপেক্ষা রাখে না, পর্তুগালের অনুশীলনে দর্শকদের আকর্ষণের কেন্দ্রে থাকবেন তিনিই।
আগামী শুক্রবার ওয়েস্টফালিয়ায় অনুশীলন করবে পর্তুগাল দল। এই অনুশীলনের জন্য ৬ হাজার ফ্রি টিকেট দেওয়া শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। এখন শত শত ইউরোয় অল্প অল্প করে দেওয়া হচ্ছে টিকেট।
কিছু টিকেটের মূল্য উঠেছে ৪০০ ইউরো। জার্মান একটি ওয়েবসাইটে কিছু টিকেট বিক্রি করা হয়েছে ৮০০ ইউরোতে।
আগামী ১৮ জুন চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে পর্তুগাল। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও জর্জিয়া।