ইংলিশ প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগে এক মাসের টানা ব্যর্থতার পর জয়ের দেখা পেল মিকেল আর্তেতার দল।
Published : 23 Nov 2024, 11:08 PM
প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচের হতাশাময় যাত্রার পর অবশেষে জয়ের স্বাদ পেল আর্সেনাল। দাপুটে পারফরম্যান্সে তারা সহজেই হারাল নটিংহ্যাম ফরেস্টকে।
এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল।
বুকায়ো সাকা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান টমাস পার্টি। শেষ দিকে তৃতীয় গোলটি করেন ইথান ওয়ানেরি।
প্রিমিয়ার লিগে আগের চার রাউন্ডে দুটি করে হার ও ড্র, চ্যাম্পিয়ন্স লিগেও সবশেষ ম্যাচে আর্সেনালের সঙ্গী হয় হারের তেতো স্বাদ। মৌসুমে আত্মবিশ্বাসী শুরুর পর হঠাৎ করেই যেন পথ হারিয়ে ফেলে তারা।
ব্যর্থতার জাল ছিঁড়ে চেনা ছন্দে ফেরার ম্যাচে পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। অধিনায়ক মার্টিন ওডেগোরের পাস বক্সে পেয়ে একাধিক খেলোয়াড়ের বাধা এড়িয়ে জোরাল শটে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড সাকা।
চাপ ধরে রেখে বিরতির আগে দুই মিনিটের ব্যবধানে দুবার প্রতিপক্ষের বক্সে ফের ভীতি ছড়ায় আর্সেনাল। তবে গোলরক্ষকের বাধা উৎরাতে পারেনি তারা; লেয়ান্দ্রো ত্রোসার ও সাকার শট ঝাঁপিয়ে ঠেকান বেলজিয়ান গোলরক্ষক মাটস সেলস।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান পার্টি। সাকার পাস বাঁ পায়ে ধরে ডান পায়ের হাওয়ায় ভাসানো শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ঘানার মিডফিল্ডার।
৮৬তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তরুণ মিডফিল্ডার ইথান। বদলি হিসেবে নামার চার মিনিটের মধ্যে আরেক বদলি মিডফিল্ডার রাহিম স্টার্লিংয়ের পাস ধরে লক্ষ্যভেদ করেন ১৭ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার।
১২ ম্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল।
দিনের প্রথম ম্যাচে লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। ১২ ম্যাচে তাদের পয়েন্টও ২২, গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে তারা।
পাঁচ নম্বরে ব্রাইটনের পয়েন্টও ২২। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে আছে নটিংহ্যাম।
১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।