ইংলিশ প্রিমিয়ার লিগ
Published : 01 Feb 2025, 11:00 PM
লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে লিভারপুলের অবস্থান আরেকটু শক্ত হলো। মোহামেদ সালাহর দারুণ নৈপুণ্যে বোর্নমাউথকে হারিয়ে, টেবিলের দ্বিতীয় স্থানের দলের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্না স্লটের দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে সবশেষ ২০১৯-২০ আসরের চ্যাম্পিয়নরা। দুই অর্ধে একটি করে গোল করেন সালাহ।
২৩ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ৪৭ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আর্সেনাল ও নটিংহ্যাম ফরেস্ট। একটি ম্যাচ বেশি খেলেছে ফরেস্ট।
আসরে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে লিভারপুলের মাঠে ৩-০ গোলে ধরাশায়ী হয়েছিল বোর্নমাউথ। তবে এবার, চেনা আঙিনায় শুরুটা বেশ আত্মবিশ্বাসী করে তারা।
প্রথম ১৫ মিনিটে গোলের জন্য চারটি শট নেওয়া দলটি ২০তম মিনিটে ভাগ্য সহায় হলে এগিয়ে যেতে পারত। কিন্তু, ঘানার ফরোয়ার্ড এন্টোয়ান সেমেনিওর শট ক্রসবারে লাগলে বেঁচে যায় লিভারপুল।
শুরুতে কিছুটা অনুজ্জ্বল লিভারপুল এরপর টানা আক্রমণ করতে থাকে। তেমনি এক আক্রমণে কোডি হাকপো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা, এবং ৩০তম মিনিটে দারুণ স্পট কিকে দলকে এগিয়ে নেন সালাহ।
এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা সালাহর মোট গোল হলো ২০টি। প্রিমিয়ার লিগে এই নিয়ে পঞ্চমবার অন্তত ২০টি করে গোল করলেন মিশরের স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই প্রতিপক্ষের রক্ষণে হানা দেয় আগের ২৩ রাউন্ডের ১১টিতে জয়ী বোর্নমাউথ। তবে দঙ্গুর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৭০তম মিনিটে বোর্নমাউথের সামনে আবার দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায়। এবার বক্সের ডান দিক থেকে মার্কাসের জোরাল শট গোলরক্ষককে ফাঁকি দিলেও, দূরের পোস্টে প্রতিহত হয়। ফিরতি বল ফাঁকায় পেলেও লক্ষ্যে শট রাখতে পারেননি জাস্টিন ক্লু্ইভার্ট।
পাঁচ মিনিট পরই দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। কার্টিস জোন্সের পাস বক্সে পেয়ে মাপা শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন তিনি।
গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আর্লিং হলান্ডের চেয়ে তিন গোলে এগিয়ে গেলেন সালাহ। গত দুই আসরের সেরা গোলদাতা ম্যানচেস্টার সিটি তারকার গোল ১৮টি।
হ্যাটট্রিকের জন্য তেমন কোনো সুযোগ আর পাননি তিনি। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে তাকে তুলে নেন কোচ।
লিগে ১১ ম্যাচের অজেয় যাত্রা থেমে গেল বোর্নমাউথের। আসরে ষষ্ঠ হারের পর ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে দলটি।