ব্রাজিলিয়ান মিডফিল্ডার কবে ম্যাচ খেলতে পারবেন, সেটা নিশ্চিত করেনি ম্যানচেস্টার ইউনাইটেড।
Published : 11 Dec 2023, 05:41 PM
চোটে এক মাসেরও বেশি সময় বাইরে থাকার পর অনুশীলনে ফিরেছেন কাসেমিরো। তবে ম্যাচ খেলার মতো এখনও পুরোপুরি ফিট নন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে রোববার বিষয়টি জানায় ইউনাইটেড। তবে এই ব্রাজিলিয়ান কবে ম্যাচ খেলতে পারবেন, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।
গত ১ নভেম্বর লিগ কাপে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে হ্যামস্ট্রিং চোটে পড়েন কাসেমিরো। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলতে পারেননি ৮টি ম্যাচ।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গ্রুপে তলানিতে থাকা ইউনাইটেড প্রিমিয়ার লিগেও খুব একটা ভালো ছন্দে নেই। লিগ টেবিলে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। অভিজ্ঞ কাসেমিরোর অনুশীলনে ফেরা তাই দলটির জন্য সুসংবাদ।