ব্যালন দ’র
এবারই প্রথম বর্ষসেরা কোচের পুরস্কার দিল ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল।’
Published : 29 Oct 2024, 03:41 AM
রেয়াল মাদ্রিদ ব্যালন দ’র অনুষ্ঠান বয়কট করায় ছিলেন না কার্লো আনচেলত্তি। পেপ গুয়ার্দিওলা, জান পিয়েরো গাসপেরিনি, লিওনেল স্কালোনি, লুইস দে লা ফুয়েন্তের পেছনে ফেলে তিনিই জিতলেন বর্ষসেরা কোচের পুরস্কার।
এই বছর থেকে ব্যালন দ’র পুরস্কারে নতুন দুটি ক্যাটাগরি যুক্ত করার কথা জানানো হয়েছিল আগেই। পুরুষ ও নারী দুই বিভাগেই সেরা কোচ পাবেন নেদারল্যান্ডস ও বার্সেলোনা কিংবদন্তির নামে ইয়োহান ক্রুইফ ট্রফি। পুরুষদের মধ্যে সবার আগে সেটি জিতলেন রেয়ালের অভিজ্ঞ কোচ আনচেলত্তি।
ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ সোমবার রাতে প্যারিসে জমকালো ব্যালন দ’র অনুষ্ঠানে বর্ষসেরা কোচদের নাম ঘোষণা করে।
আনচেলত্তির মতো অনুপস্থিত ছিলেন নারী বিভাগে জয়ী যুক্তরাষ্ট্রের কোচ এমা হায়েসও। তিনি পুরস্কার পেয়েছেন মূলত চেলসির হয়ে উইমেন’স সুপার লিগের পুরস্কার ধরে রাখার জন্য। পরে তার কোচিংয়ে অলিম্পিকে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র।
আনচেলত্তির কোচিংয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতে রেয়াল মাদ্রিদ। ইতালিয়ান কোচই সম্ভাবনায় এগিয়েছিলেন। শেষ পর্যন্ত পুরস্কার পেলেন তিনিই।
ভিনিসিউসকে পেছনে ফেলে ব্যালন দ’র রদ্রির
আর্জেন্টিনাকে কোপা জিতিয়ে ফের বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস