ইতালিয়ান ফুটবল
সাবেক এই ইতালিয়ান-ব্রাজিলিয়ান মিডফিল্ডারের সঙ্গে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করার কথা বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে ইউভেন্তুস।
Published : 12 Jun 2024, 11:51 PM
আগামী মৌসুম শুরু হতে এখনও অনেক দেরি। তবে নতুন কোচ বেছে নিতে বিলম্ব করল না ইউভেন্তুস। সাবেক মিডফিল্ডার চিয়াগো মোতাকে মূল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইতালিয়ান ক্লাবটি।
সাবেক কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির উত্তরসূরি হিসেবে যোগ দিচ্ছেন এই ইতালিয়ান-ব্রাজিলিয়ান। ব্রাজিলের জন্ম নেওয়া মোতার সঙ্গে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করার কথা বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে ইউভেন্তুস।
ইতালির শীর্ষ লিগ সেরি আর রেকর্ড চ্যাম্পিয়ন ইউভেন্তুস। কিন্তু প্রতিযোগিতাটিতে সবশেষ মৌসুম হতাশায় কেটেছে তাদের। গত জানুয়ারি পর্যন্ত শিরোপা লড়াইয়ে থাকলেও পরের অংশে পথ হারিয়ে ফেলে তারা, শেষ ১৭ রাউন্ডে জিততে পারে মাত্র তিনটি ম্যাচ। চ্যাম্পিয়ন ইন্টার মিলানের চেয়ে ২৩ পয়েন্ট কম নিয়ে তৃতীয় হয়ে লিগ শেষ করে তারা।
তবে লিগ শেষের আগে গত ১৫ মে আতালান্তাকে ফাইনালে হারিয়ে ইতালিয়ান কাপ জেতে ইউভেন্তুস, তাতেও চাকরি বাঁচেনি আল্লেগ্রির। ওই শিরোপা জয়ের দুই দিন পরই তাকে বরখাস্ত করে ক্লাব।
খুবই সাদামাটা পারফরম্যান্সের মৌসুমের পর মোতার জন্য চ্যালেঞ্জটা তাই অনেক কঠিন হতে যাচ্ছে। অবশ্য কোচিং ক্যারিয়ারের শুরুতেই যে সম্ভাবনা দেখিয়েছেন তিনি, তাতেই তার ওপর আস্থা রেখেছে ইউভেন্তস।
পিএসজিতে ২০১৮ সালে খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর, ওই বছরই ক্লাবটির যুব দলের দায়িত্ব নেন মোতা। পরের বছর জেনোয়া দিয়ে ইতালিয়ান ফুটবলে কোচিং শুরু হয় তার। এরপর এক মৌসুম স্পেৎসিয়া দায়িত্ব পালন শেষে ২০২২ সালে যোগ দেন বোলোনিয়া। তার হাত ধরে গত মৌসুমে চমক দেখায় দলটি; সেরি আয় পঞ্চম হয়ে জায়গা করে নেয় চ্যাম্পিয়ন্স লিগে।