ইংলিশ ফুটবল
মার্কাস র্যাশফোর্ডকে শুরুর একাদশে না রাখা নিয়ে সমালোচনা করা বিশেষজ্ঞদের পাল্টা জবাব দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
Published : 22 Sep 2024, 02:11 PM
শুরুর একাদশ দেখেই বিস্ময় আর সমালোচনার স্রোত শুরু হয়েছিল। সময়ের সঙ্গে তাতে জোয়ার এলো আরও। মার্কাস র্যাশফোর্ড একাদশে নেই, এটা যেন বিশ্বাসই হচ্ছিল না অনেকের। কোচের সঙ্গে তার কোনো সমস্যা হয়েছে কি না, এই প্রশ্নও তুললেন কেউ কেউ। তবে এসব সমালোচনায় বিরক্ত হয়ে ম্যাচ শেষে পাল্টা তির ছুড়লেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।
র্যাশফোর্ডকে একাদশে না রাখায় এত বিস্ময় বা আলোচনা মূলত তার সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই। আগের দুই ম্যাচেই গোল করেছেন এই ফরোয়ার্ড। কিন্তু ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শনিবার তাকে বাইরে রাখেন কোচ টেন হাগ। ম্যাচটিতে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে ফেরে ইউনাইটেড।
র্যাশফোর্ড একাদশে না থাকায় ম্যাচের আগে থেকেই ছিল আলোচনা। ম্যাচ চলার সময়ও টিভি ক্যামেরায় বারবার দেখানো হয় ডাগআউটে বসে থাকা ২৬ বছর বয়সী ফরোয়ার্ডকে।
তার বদলে সুযোগ পাওয়া আলেহান্দ্রো গার্নাচো পরিষ্কার দুটি সুযোগ হাতছাড়া করেন প্রথমার্ধে। এছাড়াও প্রথমার্ধে আরও কিছু সুযোগ হারায় ইউনাটেড। র্যাশফোর্ড পরে মাঠে নামেন বদলি হিসেবে।
স্কাই স্পোর্টসে আলোচনায় সাবেক লিভারপুল মিডফিল্ডার ও বিশেষজ্ঞ জেমি রেডন্যাপ বলেন, কোচের সঙ্গে কোনো সমস্যা হয়ে থাকতে পারে র্যাশফোর্ডের। এছাড়া তাকে বাইরে রাখার কথা নয়।
এসব আলোচনা-সমালোচনা নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন টেন হাগ।
“বিষেজ্ঞরা নানারকম অনুমান করছে বলে শুনতে পেরেছি আমি। এটা তো পাগলাটে ব্যাপার, কিছু না জেনেই কেউ যখন এই ধরনের আলোচনা করেন, তার মানে মানুষ হিসেবে আপনি ঠিক নেই।”
“স্রেফ ঘুরিয়ে-ফিরিয়ে খেলার জন্যই এটি করা হয়েছে (র্যাশফোর্ডকে বাইরে রাখা)…। মাকার্স যা করছে, সবকিছু নিয়েই খুব খুশি আমি।”
পূর্ণ পয়েন্ট না পেয়ে অবশ্য হতাশ ইউনাইটেড কোচ। প্রথমার্ধের ব্যর্থতাকেই দায় দিলেন তিনি।
“যখন আমরা জিততে পারি না, কখনোই সন্তুষ্ট থাকি না আমি। আমার মনে হচ্ছিল, প্রথমার্ধে আমরা ওদেরকে একদম শেষ করে ফেলব। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচ অনেকটাই ভারসাম্যপূর্ণ ছিল। প্রথমার্ধে অন্তত একটি বা দুটি গোল করা দরকার ছিল আমাদের। প্রথমার্ধের কারণেই দুটি পয়েন্ট আমরা হারিয়েছি। শেষ পর্যন্ত ম্যাচটি আমরা হারিনি, এটা অন্তত স্বস্তির।”
এই ড্রয়ের পর পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১১ নম্বরে আছে টেন হাগের দল।