Published : 28 Apr 2025, 06:54 PM
তোরিনোর বিপক্ষে জিতে সেরি আর টেবিলে শুধু তিন পয়েন্টে এগিয়েই যায়নি নাপোলি, আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত করেছে তারা। আপাতত খেলোয়াড়দের নিয়ে মুহূর্তটি উপভোগ করতে চান দলটির কোচ আন্তোনিও কন্তে।
ঘরের মাঠে রোববার তোরিনোকে ২-০ গোলে হারায় নাপোলি। প্রথমার্ধে গোল দুটি করেন স্কট ম্যাকটমিনে।
৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়ন নাপোলি। রোববার দিনের শুরুতে রোমার বিপক্ষে ১-০ গোলে হারা শিরোপাধারী ইন্টার মিলান ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। টানা দুই হারে শিরোপা ভাগ্য নাপোলির হাতে তুলে দিয়েছে তারা।
এখন বাকি আর চার রাউন্ড। শেষ ভাগের গুরুত্বপূর্ণ এই সময়ে পা হড়কালেই বিপদ। তোরিনোর বিপক্ষে জয়ের পর কন্তে তাই সতর্ক।
“এটাই প্রথমবার নয় যে, আমরা এগিয়ে আছি… তবে ম্যাচ কমে আসছে, যেকোনো ধরনের ভুলের জন্য চড়া মূল্য দিতে হতে পারে। আমরা গাণিতিকভাবে (আগামী মৌসুমের) চ্যাম্পিয়ন্স লিগে আছি, আর্থিক দিক বিচারে ক্লাবের জন্য যা খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য। সময়টা অন্তত কিছুটা উপভোগ করতে হবে।”
“আরও চারটি ধাপ বাকি আছে, ছেলেদের এটাও বলেছি।”
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে গত মৌসুমে ভীষণ বাজে সময় কাটে নাপোলির। দশে থেকে লিগ শেষ করে তারা। তাই এই মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় খেলতে পারছে না দলটি।