স্প্যানিশ ফুটবল
বার্সেলোনা কোচের মতে, উরুগুয়ের অভিজ্ঞ এই ডিফেন্ডারকে ক্লাবের অনেক প্রয়োজন।
Published : 11 Jan 2025, 06:56 PM
বার্সেলোনায় রোনাল্দ আরাউহোর ভবিষ্যৎ নিয়ে কয়েক দিন ধরে চলছে জল্পনা-কল্পনা। এখানে নাকি থাকতে চান না তিনি, বেরিয়েছে এমন খবরও। তবে এসব আলোচনা উড়িয়ে দিয়েছেন হান্সি ফ্লিক। উরুগুয়ের অভিজ্ঞ এই ডিফেন্ডারকে ছাড়তে নারাজ কাতালান ক্লাবটির কোচ।
২০২৬ সালে জুনের শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি রয়েছে আরাউহোর। তবে ক্লাবটিতে নাকি এখন আর ভালো নেই ২৫ বছর বয়সী ডিফেন্ডার, শোনা যাচ্ছে এমন গুঞ্জন। তাই ছেড়ে দিতে চান গত চার বছরের ঠিকানা।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে চলতি মৌসুমের শুরু থেকে মাঠের বাইরে ছিলেন আরাউহো। সেরে উঠে জানুয়ারির শুরুতে ফেরেন তিনি কোপা দেল রের ম্যাচ দিয়ে। গত বুধবার স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে অবশ্য তাকে খেলাননি ফ্লিক।
প্রতিযোগিতাটির ফাইনালে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে ওঠে আরাউহো প্রসঙ্গ। ফ্লিক বলেন, অভিজ্ঞ এই ডিফেন্ডার তার দলের গুরুত্বপূর্ণ সদস্য।
“আমি আরাউহোকে আমার দলে চাই, কারণ সে সেরা ডিফেন্ডারদের একজন। সে পেশাদার ফুটবলার এবং চোট থেকে সেরে উঠে এখন ফিট আছে, আমাদের সাহায্য করতে পারবে।”
মাঠের বাইরের আলোচনায় কান না দিতে দলের সবাইকে আহ্বান জনিয়েছেন ফ্লিক। সঙ্গে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
“আমি দলকে বলেছি; এসব স্রেফ বাইরের আলোচনা, সবাইকে সংহত এবং দৃঢ় থাকতে হবে। মৌসুমটা দারুণ, সামগ্রিকভাবে আমরা ভালো করেছি, যদিও আমরা যেখানে থাকতে চেয়েছিলাম, সেখানে পৌঁছাতে পারিনি। সব ম্যাচ থেকে শিক্ষা নিতে হয় এবং সেটাই আমরা চাই। আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে। ক্লাবের হয়ে ভালো খেলেছি এবং আরও ভালো করতে পারব। এটাই আমরা চাই।”
২০২০ সালে বার্সেলোনায় যোগ দেওয়া আরাউহো দলটির অনেক সাফল্যে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে ১৫১ ম্যাচ খেলেছেন তিনি।