লেবাননকে রুখে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম পয়েন্ট

শেখ মোরসালিনের দুর্দান্ত গোলে ড্রয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 12:52 PM
Updated : 21 Nov 2023, 12:52 PM

শুরুর অগোছালোভাব দ্রুত কাটিয়ে উঠে বাংলাদেশ খেলতে থাকে দারুণ ফুটবল। তবে দ্বিতীয়ার্ধে তারা পিছিয়ে পড়ে তালগোল পাকিয়ে। পাল্টা জবাব দিতে অবশ্য মোটেও দেরি করেনি দলটি। বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন শটে বল জালে পাঠালেন শেখ মোরসালিন। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম পয়েন্ট তুলে নিল বাংলাদেশ।

কিংস অ্যারেনায় মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের ‘আই’ গ্রুপে দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। মাজেদ ওসমান লেবাননকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মোরসালিন।

সম্প্রতি ‘মদ-কাণ্ডে’ সমালোচিত মোরসালিন ফিরে এলেন পাদপ্রদীপের আলোয়। গত সাফ চ্যাম্পিয়নশিপে দুই গোল করে এই তরুণ ফরোয়ার্ড আগামীর তারকা বনে যান। কিন্তু এএফসি কাপের ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে মদ নিয়ে ধরা পড়ে ব্রাত্য হয়ে পড়েন বসুন্ধরা কিংসের পাশাপাশি জাতীয় দলেও। দারুণ পারফরম্যান্সে আবারও তিনি ভক্ত-সমর্থকদের মনে জায়গা করে নিলেন।

অবশ্য শেষ দিকের সুযোগটি কাজে লাগাতে পারলে জয়ের নায়কও হতে পারতেন মোরসালিন।

গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম লেগে ৭-০ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করে বাংলাদেশ। আর ফিলিস্তিনের সাথে গোলশুন্য ড্র করে পথচলা শুরু লেবাননের।

কার্ডের খাড়ায় ফরোয়ার্ড রাকিব হোসেন ও ডিফেন্ডার সাদউদ্দিন খেলতে না পারায় স্বাগতিকদের শুরুর একাদশে পরিবর্তন অনুমিতই ছিল। চার পরিবর্তন আনেন কাবরেরা। অস্ট্রেলিয়া ম্যাচে খেলা হাসান মুরাদের জায়গায় শাকিল হোসেন আর মজিবুর রহমান জনির জায়গায় মোহাম্মদ সোহেল রানাকে খেলান কোচ। একাদশে ফিরেন মোরসালিন ও ইসা ফয়সাল।

আক্রমণাত্মক ফুটবলে শুরু করে লেবানন, তখন রক্ষণে মনোযোগী ছিল বাংলাদেশ। শুরুর দিকে কয়েকবার বক্সে হানা দিলেও সুবিধা করতে পারেননি হাসান মাতৌক, করিম দারউইসরা। ধীরে ধীরে গুছিয়ে ওঠা বাংলাদেশ বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলার চেষ্টা করতে থাকে। তাতে একপেশে ভাব যায় কেটে।

২৪তম মিনিটে জামালের কর্নারে বিশ্বনাথ ঘোষের দুর্বল হেড জমে যায় গোলরক্ষকের গ্লাভসে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০৪তম স্থানে থাকা লেবাননের পোস্টে এটাই ছিল বাংলাদেশের প্রথম শট।

পরের মিনিটে গোছালো আক্রমণ শানায় বাংলাদেশ। ইসা ফয়সালের পাস ধরে বাম দিক দিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে মোরসালিন বক্সে কাট ব্যাক করেন, সোহেলের শট দ্রুত পা বাড়িয়ে আটকান ডিফেন্ডার মোহাম্মদ এল হায়েক।

৩৩তম মিনিটে বাংলাদেশের আরেকটি সুযোগ তৈরি হয়। ডান দিক থেকে হৃদয়ের বাড়ানো আড়াআড়ি ক্রস এক ডিফেন্ডারের পায়ে লেগে কিছুটা দিক পাল্টালে দূরের পোস্টে ফাঁকায় থাকা মোরসালিন পাননি বলের নাগাল।

চার মিনিট পর লেবাননের মিডফিল্ডার জিহাদ আইয়ুবের দূরপাল্লার শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। ৪৫তম মিনিটে গোছালো আক্রমণে ফাহিম আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে, কিন্তু গোলমুখে থাকা মোরসালিন পারেননি টোকা দিতে।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যথা পাওয়া ডিফেন্ডার ওয়ালিদ শৌর বদলি হিসেবে ফেলিক্স মেল্কিকে নামান লেবানন কোচ। অস্বস্তি বোধ করায় মিতুল মার্মার বদলে পোস্ট আগলে রাখার দায়িত্ব মেহেদী হাসান শ্রাবণকে দেন কাবরেরা। 

৪৭তম মিনিটের ফ্রি কিকে শ্রাবণ সামনে এগিয়ে বলের ফ্লাইট মিস করার পর কাসিম আল জেইনের হেড উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয় গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ২-০ গোলে হারানো লেবাননের। একটু পর দারউইসের শট বাইরের জাল কাঁপায়।

হঠাৎ করেই আত্মবিশ্বাস হারিয়ে কয়েকটি ভুল পাস দেওয়া অধিনায়ক জামালকে ৬১তম মিনিটে তুলে রবিউল হাসানকে নামান কোচ। পাঁচ মিনিট পর ছয় গজ বক্সে শাকিল প্রতিহত করেন লেবাননের একটি আক্রমণ।

একটু পরই তালগোল পাকিয়ে গোল হজম করে বাংলাদেশ। বক্সের ভেতরে কাজী তারিক রায়হান বল ক্লিয়ার করার পর পুরোপুরি বিপদমুক্ত করার সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ ও শ্রাবণ। দুজনের বোঝাপড়ার ঘাটতির সুযোগ বল পেয়ে যান ওসমান, কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মাতৌকের বদলি নামা এই ফরোয়ার্ড।

স্তব্ধ গ্যালারিতে প্রাণ ফেরে ৭২তম মিনিটে। বক্সের বেশ বাইরে থেকে ঠাণ্ডা মাথায় দেখে শুনে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মোরসালিন। সমতার স্বস্তি ফিরে বাংলাদেশের তাঁবুতে।

৮৮তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন মোরসালিন। রফিকুলের বাড়ানো বল প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিতে পারেননি ঠিকঠাক। পরে শট নিলেও বল কাঁপায় বাইরের জাল। বাকি সময়ে মেলেনি আর কোনো সুযোগ।

তবে, মূল্যবান একটি পয়েন্ট পাওয়ার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৩তম স্থানে থাকা বাংলাদেশ।