ইতালিয়ান ফুটবল
লক্ষ্যপূরণে এসি মিলানের নতুন কোচ সের্হিও কন্সিকাও যেকোনো মূল্যে সেরি আয় সেরা চারে থেকে মৌসুম শেষ করতে চান।
Published : 31 Dec 2024, 10:54 PM
কঠিন সময়ের মধ্যে থাকা এসি মিলানের দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট নিশ্চিত করায় লক্ষ্যস্থির করেছেন সের্হিও কন্সিকাও। সেজন্য যেকোনো ভাবে শীর্ষ চারে থেকে সেরি আ শেষ করতে চান তিনি।
ইতালিয়ান শীর্ষ লিগে সময়টা অবশ্য একদমই ভালো যাচ্ছে না মিলানের। লিগে সবশেষ সাত ম্যাচে তাদের জয় কেবল দুটি। মৌসুমের শুরু থেকে অধারাবাহিক ফুটবল খেলা দলটি গত রোববার ঘরের মাঠে রোমার বিপক্ষে করে ১-১ ড্র।
ওই ম্যাচের পরদিনই কোচ পাউলো ফনসেকাকে বরখাস্ত করে মিলান, নিয়োগ দেয় পর্তুগালের কন্সিকাওকে।
মিলানের ডাগআউটে কন্সিকাওয়ের অধ্যায় শুরু ইতালিয়ান সুপার কাপের সেমি-ফাইনাল দিয়ে। আগামী শুক্রবার সৌদি আরবের রিয়াদে ইউভেন্তুসের মুখোমুখি হবে ক্লাবটি। আরেক সেমি-ফাইনালে আতালান্তের বিপক্ষে লড়বে ইন্টার মিলান।
এই ম্যাচ নিয়েও খুব একটা যেন ভাবছেন না কন্সিকাও। তার মূল লক্ষ্য আগামী মৌসুমে ইউরোপ সেরার মঞ্চে খেলা। কিন্তু সেই লড়াইয়ে অনেক পিছিয়ে তারা। সেরি আর পয়েন্ট টেবিলে আছে অষ্টম স্থানে। মিলানের প্রথম সংবাদ সম্মেলনে কন্সিকাও লিগ টেবিলে উন্নতির লক্ষ্যের কথা বললেন।
“আমরা সবাই একটা জিনিসই চাই, মিলান যেন চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার অবস্থানে ফেরে। আমরা মিলান।”
“আমি যেহেতু এখানে, এটা ভালো লক্ষণ নয়- এর মানে এখানে কিছু একটা ভালো হয়নি। ইউভেন্তুস ম্যাচের প্রস্তুতির জন্য বেশি সময় নেই। আমরা অভিযোগ করছি না এবং অজুহাতও দেখাচ্ছি না।”
লিগে ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট মিলানের। ১৮ ম্যাচ খেলে চারে থাকা লাৎসিও থেকে ৮ পয়েন্ট পিছিয়ে তারা। ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আতালান্তা।