Published : 31 Mar 2025, 11:16 AM
পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারার স্বস্তি। মৌসুমে একটি ট্রফি জিততে পারার আশা জিইয়ে রাখা। এসব প্রাপ্তির সঙ্গে ম্যানচেস্টার সিটির সঙ্গী একটি দুর্ভাবনাও। ম্যাচ শেষে যে ক্রাচে ভর দিয়ে মাঠ ছেড়ে গেলেন আর্লিং হলান্ড!
এফএ কাপের সেমি-ফাইনালে ওঠা সিটির জন্য হরিষে বিষাদ তাদের মূল ফরোয়ার্ডের এই চোট।
কোয়ার্টার-ফাইনালে বোর্নমাউথের বিপক্ষে লড়াইয়ে রোববার এই চোট পান হলান্ড। ম্যাচের ৫৬তম মিনিটে প্রতিপক্ষের রাইট-ব্যাক লুইস কুক বাজেভাবে তার ওপর পড়ে গেলে বাঁ অ্যাঙ্কেলে চোট পান তিনি।
প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার মাঠে ফেরেন তিনি। কিন্তু একটু পরই মাঠে পড়ে গিয়ে ব্যথায় কাতরাতে থাকেন। পরে তাকে তুলে নেন কোচ পেপ গুয়ার্দিওলা।
তখনও পর্যন্ত চোটের গভীরতা ততটা বোঝা যায়নি। তবে ম্যাচ শেষে তাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখে শঙ্কার ছবিই ফুটে ওঠে।
ম্যাচের পর গুয়ার্দিওলা অবশ্য জানান, তারা ঠিক নিশ্চিত নন কতটা গুরুতর চোট এটি। পরীক্ষার পর জানা যাবে বিস্তারিত।
সিটির জয়ের মতো হলান্ডের নিজের পারফরম্যান্সও এই ম্যাচে ছিল মিশ্র। বোর্নমাউথের মাঠে শুরুতে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন তিনি। একটু পর এভানিলসনের গোলে পিছিয়ে পড়ে সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে হলান্ডই গোল করে সমতায় ফেরান সিটিকে। পরে ওমার মার্মাউশের গোলে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখে গুয়ার্দিওলার দল।
আগামী ২৬ এপ্রিল ওয়েম্বলি স্টেডিয়ামে সেমি-ফাইনালে সিটির প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। একই দিনে আরেক সেমি-ফাইনালে লড়বে অ্যাস্টন ভিলা ও ক্রিস্টাল প্যালেস।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া ও লিগ শিরোপা ধরে রাখার লড়াইয়ে সম্ভাবনা শেষ হওয়ার পর সিটির ট্রফি জয়ের আশা টিকে আছে কেবল এফএ কাপেই।