ইতিলিয়ান ফুটবল
আতলান্তাকে হারিয়ে ২৬ বছরের মধ্যে প্রথমবারের মতো কোপা ইতালিয়ার সেমি-ফাইনালে পৌঁছেছে বোলোনিয়া।
Published : 05 Feb 2025, 03:08 PM
আড়াই দশকের বেশি সময়ের অপেক্ষার অবসানের পর খুশির জোয়ারে যেন ভাসছেন ভিন্সেঞ্জো ইতালিয়ানো। আতালান্তাকে হারিয়ে ২৬ বছরের মধ্যে প্রথমবারের মতো কোপা ইতালিয়ার সেমি-ফাইনালে পৌঁছেছে তার দল বোলোনিয়া।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ১-০ গোলে জিতেছে সেরি আয় সাত নম্বরে থাকা দলটি। ৭৮তম মিনিটে বদলি নেমে দুই মিনিটের মধ্যে গোল করে ব্যবধান গড়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সান্তিয়াগো কাস্ত্রো।
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল বোলোনিয়া। সেখানে তাদের অভিযান শেষ হয়ে গেছে প্রাথমিক পর্বেই। আট ম্যাচে কেবল একটি জয় পাওয়া দলটি আসর শেষ করেছে ২৮ নম্বরে থেকে।
কোচ ইতালিয়ানো মনে করছেন সেরি আয় সেরা তিনে থাকা আতালান্তার বিপক্ষে পাওয়া জয় তার দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।
“আমরা ইতিহাস গড়ার জন্য খেলেছি এবং সফল হয়েছি। এটা চমৎকার একটি মুহূর্ত। এটা সব সময় নিজেদের সেরাটা দিতে অনুপ্রাণিত করে।”
আতালান্তাকে হারানোয় এই জয় বিশেষ ইতালিয়ানোর কাছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ফাইনালে যাওয়ার লড়াইয়ে ইউভেন্তুস কিংবা এম্পোলির মুখোমুখি হবে বোলোনিয়া। আপাতত প্রতিপক্ষের নাম জানতে অধীর আগ্রহে অপেক্ষায় ইতালিয়ানো।
“কোপা ইতালিয়ায় যতদূর সম্ভব যাওয়ার স্বপ্ন আছে এই ক্লাবের। এই মুহূর্তে আমরা প্রথম লক্ষ্য পূরণ করেছি। এখন আমরা পরবর্তী প্রতিপক্ষের জন্য অপেক্ষা করছি।”