তবে খেলোয়াড় হোক কিংবা পরামর্শক, জাতীয় দলের সঙ্গেই থাকতে চান ৩৮ বছর বয়সী ব্রাজিলিয়ান গ্রেট।
Published : 10 Dec 2024, 09:22 PM
আরও দুই বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা মার্তার। ২০২৭ বিশ্বকাপে খেলার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিলেন ব্রাজিলিয়ান গ্রেট। তবে খেলোয়াড় হোক কিংবা পরামর্শক, জাতীয় দলের সঙ্গেই থাকতে চান ৩৮ বছর বয়সী মহাতারকা।
এরই মধ্যে ছয়টি বিশ্বকাপ খেলেছেন মার্তা। ১১৯ গোল নিয়ে নারী ফুটবলে ব্রাজিলের সর্বোচ্চ স্কোরার তিনি। বিশ্বকাপে তার গোল ১৭টি। ছেলে-মেয়ে মিলিয়েই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এটি। নারী-পুরুষ মিলিয়ে পাঁচটি বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলারও তিনি।
অলিম্পিকসও খেলেছেন তিনি ছয়টি। ব্যক্তিগত সাফল্য আর রেকর্ডে টইটম্বুর তার ক্যারিয়ার। তবে বিস্ময়করভাবে, বিশ্বকাপ কিংবা অলিম্পিকস কখনও জেতা হয়নি তার। দলীয় অর্জন বলতে একবার বিশ্বকাপে রানার্সআপ আর অলিম্পিকসে তিনটি রুপা জয়।
সবশেষ গত অগাস্টে প্যারিস অলিম্পিকসে খেলেন তিনি। ফাইনালে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায় ব্রাজিল।
এই বছরের এপ্রিলে মার্তা জানান, চলতি বছরের পর আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না তাকে। সোমবার ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে এই ফরোয়ার্ড বলেন, দেশের মাঠে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে খেলার লক্ষ্য না থাকলেও জাতীয় দলে অবদান রাখতে চান তিনি।
“আমি বেশ কয়েকবার বলেছি, আমার লক্ষ্য বিশ্বকাপে খেলা নয়। তবে একই সঙ্গে আমি দলে অবদান রাখতে চাই। এমন নয় যে, খেলার জন্য নিজেকে সমর্থ মনে করি না। তবে আমরা ২০২৭ এর কথা বলছি।”
গত অক্টোবর ও নভেম্বরের প্রীতি ম্যাচের দলে মার্তাকে রাখেননি ব্রাজিল কোচ আর্থার ইলিয়াস। তবে তাকে ভবিষ্যতে দলে ডাকার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। কোচের কাজে আস্থা আছে মার্তার।
“তরুণ খেলোয়াড়দের নিয়ে আসতে হবে, তাদের পরীক্ষা করতে হবে, তাদের সুযোগ দিতে হবে। আমাদের খুব ভালো ভিত্তি আছে। আমি সবসময় সাহায্য করতে চাই, একজন খেলোয়াড় হিসেবে না হলেও, একজন পরামর্শ হিসেবে তাদের কাছাকাছি থাকতে চাই। খেলি বা না খেলি, ফুটবলই আমার জীবন।”
২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের ক্লাব অরল্যান্ডো প্রাইডে খেলছেন মার্তা। গত মাসে দলটির প্রথম ন্যাশনাল উইমেন’স সকার লিগ চ্যাম্পিয়নশিপ জয়ে নেতৃত্ব দেন তিনি।
আরও দুই বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা তুলে ধরলেন ছয়বারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।
“আরও কয়েক বছর খেলতে চাই আমি। তবে কম চাপ নিয়ে খেলতে চাই। আমার ক্যারিয়ারে জাদুকরি সময় কাটাচ্ছি। কখনও কল্পনাও করিনি, ৩৮ বছর বয়সে ভালো বোধ করব, ভালো খেলবে, শিরোপা জিতব। এই ধরনের পরিস্থিতি নিজেকে অনুপ্রাণিত করে এবং আমি আরও দুই বছর খেলা চালিয়ে যেতে চাই।”