ইংলিশ ফুটবল
চ্যাম্পিয়ন্স লিগের হতাশা ভুলে দলের সবাইকে সামনে তাকানোর পরামর্শ দিয়েছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার।
Published : 12 Mar 2025, 10:28 PM
দারুণ ছন্দে ছুটে চলার মৌসুমে হুট করে বড়সড় এক ধাক্কা খেয়েছে লিভারপুল; বিদায় নিতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। সেই হতাশায় নিমজ্জিত থাকার সময় নেই তাদের। দুয়ারে যে কড়া নাড়ছে লিগ কাপের ফাইনাল। তাই যত দ্রুত সম্ভব দলকে ঘুরে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন গোলরক্ষক আলিসন।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় দুর্বার গতিতেই ছুটছিল লিভারপুল। ৩৬ দলের নতুন আঙ্গিকের টুর্নামেন্টের প্রাথমিক পর্বে শীর্ষে থেকে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছিল তারা। কোয়ার্টার-ফাইনালে ওঠার প্রথম ধাপটাও ভালোভাবেই পেরিয়েছিল ইংলিশ ক্লাবটি, পিএসজির মাঠ থেকে জিতে ফিরেছিল ১-০ গোলে।
কিন্তু ঘরের মাঠে এসে আর পেরে উঠল না তারা। অ্যানফিল্ডে মঙ্গলবার ফিরতি লেগে ফরাসি ক্লাবটির বিপক্ষে একই ব্যবধানে হেরে বসে আর্না স্লটের দল।
পরে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। যেখানে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার নৈপুণ্যে লিভারপুলকে ৪-১ ব্যবধানে হারায় পিএসজি। প্রথম লেগে দুর্দান্ত কিছু সেভ করে লিভারপুলকে জয় এনে দেওয়া আলিসন এদিন করতে পারেননি কিছুই।
দ্বিতীয় স্তরের দল প্লাইমাউথের বিপক্ষে হেরে এফএ কাপ থেকে ছিটকে পড়া ছিল চলতি মৌসুমে লিভারপুলের জন্য বড় অঘটন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া হজম করতে পারছেন না দলটির অনেকেই। ম্যাচ শেষে যেমন কাঁদতে দেখা গেছে তাদের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহকে।
তবে এই হার নিয়ে পড়ে থাকলে তো চলবে না, ভালো করেই জানেন আলিসন। মৌসুমে এখনও দুটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে লিভারপুলের। লিগ কাপের ফাইনালে রোববার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে তারা। যে শিরোপাটি গত মৌসুমে রেকর্ড দশমবার জিতেছিল দলটি।
প্রিমিয়ার লিগেও শীর্ষে থাকা লিভারপুলকে তাই অতীত ভুলে সামনে তাকাতে বলেছেন দলটির অভিজ্ঞ ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন।
“এই পরাজয় হজম করা কঠিন, কারণ জানি, আমরা আরও ভালো করতে পারতাম। কিন্তু এটা নিয়ে খুব বেশি অভিযোগ করার তেমন সময় নেই আমাদের… সপ্তাহান্তে (লিগ কাপে) ফাইনাল ম্যাচ রয়েছে, আর প্রিমিয়ার লিগে এখনও ভালো করে যেতে হবে।”
“যে সময় পাচ্ছি, সেটাকে ঘুরে দাঁড়ানোর জন্য কাজে লাগাতে হবে। আমরা খুশি যে, তার জন্য যথেষ্ট সময় পাচ্ছি আমরা। কারণ সামনের ম্যাচটিও কঠিন হবে, শক্তিশালী এক দলের বিপক্ষে। শিরোপা জেতার জন্য দল হিসেবে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, আর আমরা এই জন্যই এখানে; যতগুলো সম্ভব ট্রফি জিততে হবে।”
লিভারপুলের কোচ হিসেবে প্রথম মৌসুমেই লিগ শিরোপা জয়ের কাছাকাছি আছেন স্লট। এবার চ্যাম্পিয়ন হলে ইংল্যান্ডের শীর্ষ লিগে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের পাশে বসবে তার দল।
মৌসুমে এখনও ৯টি লিগ ম্যাচ বাকি লিভারপুলের। তবে শিরোপা জয় তাদের প্রায় নিশ্চিত। টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল থেকে ১৫ পয়েন্টে এগিয়ে আছে তারা। ২৯ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭০, এক ম্যাচ কম খেলা মিকেল আর্তেতার দলের পয়েন্ট ৫৫।
তবে এখন তাদের মূল লক্ষ্য রোববারের ম্যাচে। যেখানে তাদের প্রতিপক্ষ এবারের মৌসুমে দারুণ ছন্দে থাকা নিউক্যাসল; যারা ৭০ বছরে প্রথম কোনো বড় ট্রফি জয়ের স্বপ্ন দেখছে।
চ্যাম্পিয়ন্স লিগের হতাশা ভুলে সামনের সম্ভাব্য সাফল্যের দিকে সবাইকে নজর দিতে বলেছেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
“হতাশ হওয়া যাবে না, পরের চ্যালেঞ্জের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। সপ্তাহান্তে দারুণ একটি সাফল্য হাতছানি দিচ্ছে, তাই আমরা আবারও লড়াইয়ে নামব। দুর্দান্ত নিউক্যাসলের বিপক্ষে সবাইকে নিজেদের সেরাটা দিতে হবে। আমি ম্যাচটির জন্য মুখিয়ে আছি।”