স্প্যানিশ ফুটবল
লা লিগার শেষ রাউন্ডে ওই গোল বাতিল হওয়ায় শিরোপা হাতছাড়া হয়েছিল বার্সেলোনার।
Published : 17 Mar 2025, 06:50 PM
প্রায় ১১ বছর আগে লা লিগার শেষ রাউন্ডে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার গোল বাতিলের বিতর্কিত সেই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন রেফারি আন্তোনিও মাতেও লাহোস। সিদ্ধান্তটি তার ভুল ছিল বলে মনে করেন তিনি।
২০১৩-১৪ মৌসুমের ওই ম্যাচে কাম্প নউয়ে আতলেতিকোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। শিরোপা জিততে কাতালান দলটির প্রয়োজন ছিল জয়। প্রথমার্ধে আলেক্সিস সানচেসের গোলে তারা এগিয়েও যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে আতলেতিকোকে সমতায় ফেরান দিয়েগো গদিন।
৬৪তম মিনিটে আসে রেফারির বিতর্কিত ওই সিদ্ধান্ত। ডান দিক থেকে দানি আলভেসের ক্রসে ছয় গজ বক্সের মুখে লাফিয়ে হেডের চেষ্টায় পারেননি সানচেস, আতলেতিকোর ডিফেন্ডার হুয়ানফ্রান তরেসের ‘গায়ে লেগে’ বল পেয়ে যান মেসি, কাছ থেকে বাঁ পায়ের শটে জালে পাঠিয়ে উল্লাসে মাতেন আর্জেন্টাইন তারকা। কিন্তু অফসাইডের কারণে গোল দেওয়া হয়নি।
হুয়ানফ্রানের গায়ের সঙ্গে লেগে ছিলেন বার্সেলোনার সেস ফাব্রেগাস। রেফারি-লাইন্সম্যান ধারণা করেছিলেন, ফাব্রেগাসের পায়ে লেগে বল পান মেসি।
শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। বার্সেলোনাকে হতাশায় ডুবিয়ে শিরোপা জিতে নেয় আতলেতিকো।
এই মৌসুমে রোববার বার্সেলোনা-আতলেতিকোর আরেকটি লিগ ম্যাচের দিন ‘এল পার্তিদাসো দে কোপে’ পডকাস্ট-এ ওই ঘটনা নিয়ে নিজের ভুল স্বীকার করে নেন স্প্যানিশ রেফারি লাহোস।
“আমি ভুল করেছিলাম… কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম, সেখান থেকে বোঝা কঠিন ছিল, সেস (ফাব্রেগাস) বল স্পর্শ করেছিল কি না। তখন আমি যদি বাজি ধরতাম, সেস বল স্পর্শ করেছিল (এটার পক্ষেই ধরতাম)।”