ইংলিশ ফুটবল
লেস্টার সিটির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড কোচ বললেন, দলের মধ্যে এখন ভিন্ন কিছু দেখছেন তিনি।
Published : 17 Mar 2025, 04:49 PM
পরিসংখ্যান বলছে প্রিমিয়ার লিগের ইতিহাসে ম্যানচেস্টার ইউনাইটেড কাটাচ্ছে তাদের সবচেয়ে বাজে মৌসুম। লেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে, ২৮ ম্যাচ পর তাদের জয় ও পয়েন্ট এবারই সর্বনিম্ন। তবে সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্সে উন্নতি দেখতে পাচ্ছেন হুবেন আমুরি। ইউনাইটেড কোচ আশাবাদী, উন্নতির এই ধারা ধরে রাখতে পারবেন ব্রুনো ফের্নান্দেসরা।
প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। কিং পাওয়ার স্টেডিয়ামে জালের দেখা পেয়েছেন রাসমুস হয়লুন, আলেহান্দ্রো গার্নাচো ও অধিনায়ক ফের্নান্দেস।
কঠিন এক মৌসুমে বিরল এক সহজ জয় পেয়েছে ইউনাইটেড। ম্যাচ শেষে আমুরির কণ্ঠে শোনা গেল তারই উচ্ছ্বাস।
“আমি মনে করি, পারফরম্যান্সের উন্নতি হচ্ছে। আর যখন পারফরম্যান্সের সঙ্গে ফলও মেলে, তখন আপনি ভালো অনুভব করবেন। কারণ, সবসময় পারফরম্যান্স অনুযায়ী ফল আসে না।”
“দলের মধ্যে আমি ভিন্ন জিনিস দেখতে শুরু করেছি, বিশেষ করে আজ। কয়েকজন খেলোয়াড়ের মধ্যে প্রাণশক্তির একটু ঘাটতি হয়তো দেখবেন, তবে অনুভব করবেন তারা একটু বেশি ক্লান্ত থাকার পরও জয়ের পথ বের করতে পারে। এই দলের জন্য যা ভালো লক্ষণ।”
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আগের ২২ ম্যাচে গোল না পাওয়া সুইডিশ স্ট্রাইকার হয়লুন প্রথমার্ধে এগিয়ে নেন দলকে। ২৪ ম্যাচের খরা কাটিয়ে দ্বিতীয়ার্ধে জালের দেখা পান গার্নাচো। তাদের দুটি গোলে অবদান রাখা ফের্নান্দেস শেষ সময়ে নিজেও জালের দেখা পান।
গোল খরা কাটানো পরিশ্রমী দুই তরুণের জন্য খুশি আমুরি।
“তার (হয়লুন) জন্য (গোল পাওয়াটা) খুব গুরুত্বপূর্ণ। সে সবকিছু ঠিকঠাকই করছে, দলকে সাহায্য করছে, সবসময় বলের জন্য লড়াই করে এবং আজ সে খুব ভালো একটি গোল করেছে, খুব গুরুত্বপূর্ণ একটি গোল করেছে।”
“সেও (গার্নাচো) খুবই খুশি, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেভাবে সে নিজের খেলার উন্নতি করছে। সে দুই পাশেই খেলতে পারে, কেবল বাঁদিকে নয়। সে খুব দ্রুত নিচেও নামতে পারে, এমন ছোট ছোট বিষয়গুলো সে খুব ভালো করছে।”