স্প্যানিশ ফুটবল
স্পেনে ফুটবল স্টেডিয়ামে বর্ণবাদী আচরণের জন্য কারাদণ্ডের শাস্তির প্রথম ঘটনা এটি।
Published : 10 Jun 2024, 09:11 PM
এক বছর আগে রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের ঘটনায় ভালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত। দেশটিতে ফুটবল স্টেডিয়ামে বর্ণবাদী আক্রমণের জন্য কারাদণ্ডের শাস্তির প্রথম ঘটনা এটি।
অবশ্য স্পেনে সহিংস অপরাধ না করলে দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে সচরাচর কারাবাস করতে হয় না। ফের অপরাধ না করলে ওই তিন জনকে হয়তো জেলে যেতে হবে না।
দোষী সাব্যস্ত হওয়া তিন সমর্থককে দুই বছরের জন্য ফুটবল স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। এছাড়া তাদের বিচারের খরচ বহন করার নির্দেশ দিয়েছে আদালত।
ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে গত বছরের মে মাসে ঘটেছিল এই ঘটনা। লা লিগার ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনিসিউস।
২০১৮ সালে রেয়ালে যোগ দেওয়ার পর থেকে অসংখ্যবার প্রতিপক্ষের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। গত দুই মৌসুমেই তাকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের ১৬টি ঘটনা নিয়ে স্প্যানিশ প্রসিকিউটরদের কাছে রিপোর্ট করেছে লা লিগা।