এএইচএফ কাপ হকি
সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়ে এশিয়ান কাপের মূল আসরে খেলার লক্ষ্য ভেস্তে যাওয়ার পর স্থান নির্ধারণী ম্যাচে জিতেছে মামুনুর রশীদের দল।
Published : 27 Apr 2025, 03:33 PM
প্রত্যাশা ছিল সাফল্যের রথে থেকে এশিয়া কাপের মূল আসরে খেলার ধারাবাহিকতা ধরে রাখার। সে লক্ষ্য গুঁড়িয়ে যাওয়ার পর এএইচএফ কাপ হকির এবারের আসর বাংলাদেশ শেষ করল তৃতীয় হয়ে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় রোববার স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আশরাদ হোসেন দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। পরে জালের দেখা পান রাকিবুল হাসান।
গত চার আসরে (২০০৮, ২০১২, ২০১৬ ও ২০২২) চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের এবারও লক্ষ্য ছিল মুকুট ধরে রেখে এশিয়া কাপের মূল পর্বে খেলা। পুল পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে লক্ষ্য পূরণের পথেই ছিল দল। কিন্তু ওমানের বিপক্ষে হেরে সেমি-ফাইনালে গুঁড়িয়ে যায় সে স্বপ্ন।