ফেডারেশন কাপ
বড় জয় দিয়ে হতাশার ফেডারেশন কাপ শেষ করল মোহামেডান।
Published : 31 Jan 2025, 06:57 PM
আগেই শেষ চার নিশ্চিত করা দুই দলের লড়াইয়ে জিতল আবাহনী লিমিটেড। রহমতগঞ্জকে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা।
কিংস অ্যারেনাতে শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২-০ গোলে জিতেছে আবাহনী। শুরুতেই এনামুল হক গাজী দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ হৃদয়।
দ্বাদশ মিনিটে এগিয়ে যায় আবাহনী। শাহরিয়ার ইমনের কাট ব্যাকে জাল খুঁজে নেন এনামুল।
সেই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরানোর সম্ভাবনা জাগায় রহমতগঞ্জ। তাজ উদ্দিনের ক্রসে সামুয়েল বোয়াটেংয়ের চেষ্টা একটুর জন্য লক্ষ্যে থাকেনি।
৫৭ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন নাবীব নেওয়াজ। মাঝ মাঠ থেকে উড়ে আসা বলে মামুদ ওশীর ফ্লিকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান নাবীব। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ছয় গজ দূর থেকে ভলি লক্ষ্যে রাখতে পারেননি তিনি!
তিন মিনিট পর প্রতি আক্রমণে ব্যবধান বাড়ায় আবাহনী। কর্নারের পর বল পাওয়া ইব্রাহিমের ক্রসে চমৎকার হেডে ঠিকানা খুঁজে নেন হৃদয়।
শেষ মিনিটে মাহাদী ইউসুফের গতিময় শট ক্রসবারে লেগে ব্যর্থ হওয়ায় ব্যবধান আরও বড় হয়নি।
চার ম্যাচে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা আবাহনী। প্রথম তিন ম্যাচে জেতা রহমতগঞ্জ ৯ পয়েন্ট নিয়ে হলো রানার্সআপ।
প্রথম তিন ম্যাচের দুটিতে হেরে যাওয়া মোহামেডান হতাশার ফেডারেশন কাপ শেষ করেছে বড় জয়ে। ইয়ংমেন্স ফকিরেরপুলকে ৫-২ গোলে হারিয়েছে তারা।
জোড়া গোল করেন মইনুল ইসলাম মইন ও আরিফ হোসেন। অন্য গোলটি আত্মঘাতী। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিনে থেকে আসর শেষ করল মোহামেডান।