জার্মান ফুটবল
বোহমকে হারিয়ে বায়ার্নের সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে আনতে চান লেভারকুজেন কোচ শাবি আলোন্সো।
Published : 27 Mar 2025, 10:52 PM
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে কিছুটা পিছিয়ে গেছে বায়ার লেভারকুজেন। তবে এখনই হাল ছাড়ছেন না কোচ শাবি আলোন্সো। নিজেদের কাজ ঠিকঠাক করে, শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখকে চাপে রেখে, শেষ পর্যন্ত লড়ে যেতে চান তিনি।
বুন্ডেসলিগায় বাকি আর ৮ রাউন্ড। ২৬ ম্যাচে ১৬ জয় ৮ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে লেভারকুজেন। তাদের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে সবার ওপরে বায়ার্ন।
জার্মান জায়ান্টদের সঙ্গে লেভারকুজেনের এই ব্যবধান ঘুচানো কঠিন তবে অসম্ভব কিছু নয়। তাই নিজেদের কাজটা ঠিক মতো করে যেতে চান আলোন্সো। শুক্রবার বোহমের মুখোমুখি হবে তার দল। ম্যাচটি জিতে বায়ার্নের সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে আনার লক্ষ্য স্প্যানিশ এই কোচের।
“আমাদের কী করতে হবে এটা পরিষ্কার, আর তা হলো, শেষ পর্যন্ত লড়াই করা। বায়ার্নের সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে আনার প্রথম সুযোগ আগামীকাল।”
শীর্ষে থাকা বায়ার্নকে স্বস্তিতে থাকতে দিতে নারাজ আলোন্সো।
“তাদের ওপর আমরা যতটা সম্ভব চাপ সৃষ্টি করতে চাই। আমরা যদি জিতি এবং তিন পয়েন্ট পাই তাহলে আমাদের জন্য ভালো পরিস্থিতি হবে। কালকের ম্যাচে এই লক্ষ্য নিয়ে আমাদের নামা উচিত।”
গত মৌসুমে জার্মান কাপ জেতা লেভারকুজেন এবারও এই প্রতিযোগিতার শিরোপার দৌড়ে আছে। আগামী মঙ্গলবার টুর্নামেন্টের সেমি-ফাইনালে তৃতীয় স্তরের দল আরমিনিয়া বেইলেফেল্ডের মুখোমুখি হবে তারা।
“এখন প্রায় এপ্রিল মাস। আমি বলেছিলাম, এপ্রিলে যদি আমরা একটি ভালো অবস্থানে থাকি, তাহলে এই সুযোগের জন্য লড়াই করার সময় এসেছে। এটা সহজ হবে না, কিন্তু আমাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আছে।”