ইংলিশ প্রিমিয়ার লিগ
কক্ষচ্যুত এন্টসো মারেস্কার দল চেলসির হতাশাময় যাত্রা আরও দীর্ঘ হলো।
Published : 23 Feb 2025, 02:11 AM
টানা দুই হারের ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্যে ম্যাচের শুরুতেই এগিয়ে গেল চেলসি। কিন্তু পারল না জাল অক্ষত রাখতে, ব্যর্থতার গণ্ডি থেকে বের হতে। মার্কো আসেন্সিওর জোড়া গোলে স্মরণীয় এক জয় পেল অ্যাস্টন ভিলা।
ভিলা পার্কে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা।
২৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চেলসি। দারুণ এই জয়ে সপ্তম স্থানে উঠে আসা ভিলার পয়েন্ট ৪২, একটি ম্যাচ অবশ্য বেশি খেলেছে তারা।
ম্যাচের নবম মিনিটে পেদ্রো নেতোর পাস গোলমুখে পেয়ে, বাঁ পায়ের শটে চেলসিকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনসো ফের্নান্দেস। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
উভয় পক্ষ অনেকগুলো সুযোগ নষ্ট করার পর, ৫৭তম মিনিটে সমতা টানে ভিলা। মার্কাস র্যাশফোর্ডের বাড়ানো বল গোলমুখে পেয়ে পড়ে যাওয়ার আগমুহূর্তে কোনোমতে গোলটি করেন আসেন্সিও। প্রথমে অবশ্য লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেছিলেন, তবে ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।
ভিলার ব্যবধান গড়ে দেওয়া গোলটিতেও জড়িয়ে এই মাসের শুরুতে দলটিতে যোগ দেওয়া ওই দুজনের নাম। নির্ধারিত সময় শেষের এক মিনিট আগের এই গোলে অবশ্য যথেষ্ট দায় আছে গোলরক্ষক ফিলিপ ইয়োর্গেনসেনের। র্যাশফোর্ডের পাস বক্সে পেয়ে স্প্যানিশ মিডফিল্ডার আসেন্সিওর জোরাল শট ইয়োর্গেনসেনের নাগালেই ছিল; কিন্তু তার হাত ফসকে শরীরের নিচে দিয়ে বল চলে যায় জালে।
মৌসুমের প্রথমভাগের বেশিরভাগ সময় বেশ ভালোই কাটে চেলসির। কিন্তু এরপর পথ হারিয়ে ফেলেছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হারল দলটি, লিগে টানা দুটি।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচে তাদের জয় মাত্র তিনটি, প্রিমিয়ার লিগে সবশেষ ১০ রাউন্ডে জয় মাত্র দুটি।
দিনের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হেরে গেছে আর্সেনাল। ২৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল।