ইন্টার মায়ামিতে সাবেক বার্সেলোনা সতীর্থদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিলেন নতুন কোচ।
Published : 04 Dec 2024, 11:41 PM
কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ে কোনো দলের প্রধান কোচের দায়িত্বে। যেখানে দলে পাচ্ছেন নিজের সাবেক কয়েক জন সতীর্থকে। স্বজনপ্রীতির প্রসঙ্গও তাই উঠছে। সেই প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেই জানিয়ে দিলেন হাভিয়ের মাসচেরানো। ইন্টার মায়ামিতে সাবেক বার্সেলোনা সতীর্থদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের দলটির নতুন কোচ।
এবারের মেজর লিগ সকারের প্লে অফের প্রথম রাউন্ড থেকে অপ্রতাশিতভাবে বিদায়ের পর মায়ামির কোচিং স্টাফে আসে পরিবর্তন। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান দুই মৌসুমে দলটির দায়িত্ব পালন করা জেরার্দো মার্তিনো। এরপরই লিভারপুল ও বার্সেলোনার সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার মাসচেরানোকে নিয়োগ দেয় মায়ামি।
২০১৮ সালে খেলোয়াড়ী জীবনের ইতি টানা মাসচেরানো কোচিং ক্যারিয়ারে এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও আর্জেন্টিনা অলিম্পিক দলের দায়িত্ব পালন করেছেন। এবারই প্রথম কোনো ক্লাবের দায়িত্ব নিয়েছেন ৪০ বছর বয়সী এই আর্জেন্টাইন। নতুন ঠিকানায় তিনি ড্রেসিং রুমে পাচ্ছেন সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেস, জর্দি আলবা ও সের্হিও বুসকেতসকে।
মায়ামির দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে স্বজনপ্রীতির প্রসঙ্গে মাসচেরানো তুলে ধরলেন, কীভাবে ড্রেসিং রুম সামলানোর পরিকল্পনা করেছেন তিনি।
“তাদের বলেছি, আমি ড্রেসিং রুমে এমন কোনো আচরণ করব না, যেন মনে হয় আমরা বন্ধু নই। জর্জকে (মায়ামির মালিকদের একজন জর্জ মাস), লিওকে এবং অন্য ছেলেদের বলেছি, তাদের সঙ্গে বছরের পর বছর ধরে যে সম্পর্ক আমি তৈরি করেছি, তা নষ্ট হতে দেব না। আমি এমন নই। জীবনটা ফুটবলের চেয়েও অনেক বড়।”