আবু কাসেম শিকদার ও তার ছেলে মামুন ফোন উদ্ধার করতে রাসেলের বাড়িতে যায়।
Published : 01 Aug 2023, 12:34 AM
মাদারীপুরের শিবচর উপজেলায় চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে গিয়ে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে; এ সময় আহত হয়েছেন তার ছেলে।
সোমবার উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের চর গূয়াতলা ভোরের বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুর রহমান জানান।
নিহত আবু কাশেম শিকদার (৪৮) ওই এলাকার বাসিন্দা জয়নাল শিকদারের ছেলে।
আহত অবস্থায় তার ছেলে মামুন শিকদারকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিন মাস আগে আবু কাসেমের ঘর থেকে একটি দামী মোবাইল ফোন চুরি করে পালানোর সময় পরিবারের সদস্যরা রাসেল মাদবরকে ধরতে ব্যর্থ হয়। এরপর রাসেল এলাকা ছেড়ে দেয়। তিন মাস আর তাকে এলাকায় দেখা যায়নি।
রোববার রাসেল মাদবর নিজের বাড়িতে আসেন। খবর পেয়ে আবু কাসেম শিকদার ও তার ছেলে মামুন ফোন উদ্ধার করতে রাসেলের বাড়িতে যায়। তখন ফোন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে রাসেলের পরিবারের লোকজন বাবা-ছেলের ওপর হামলা চালায়। এতে কাসেম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাসেমকে মৃত ঘোষণা করেন।
এএসপি আনিসুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।