ঝিনাইদহে শ্বশুরবাড়িতে এসে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গার্মেন্ট কর্মীর

রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর পাঠিয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2023, 10:59 AM
Updated : 11 March 2023, 10:59 AM

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার সুন্দরপুর স্টেশনের পাশে এ ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা।

নিহত মানিক মিয়া (৪৫) বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করতেন।

পবিবারের বরাত দিয়ে ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, “চাঁদবা গ্রামের রোমেনা বেগমের সঙ্গে তিন মাস আগে মানিকের বিয়ে হয়। এটা তার দ্বিতীয় বিয়ে। শুক্রবার মানিক তার শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। তিনি ঢাকায় গার্মেন্টেসে কাজ করতেন।

“শনিবার সকালে একতারপুর বাজারে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। এরপর বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর পাঠিয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।