পুলিশ জানায়, তিনটি এনজিওর সাহায্যে ফেরত আসাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যাওয়া হবে।
রাজবাড়ীর পাংশা উপজেলায় ইটবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের পশু হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার।
নিহত কামাল হোসেন (৬৫) পাংশা পৌর এলাকার মৈশালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
পরিদর্শক উত্তম কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কামাল মোটরসাইকেলে করে শহরের ট্যাম্পু স্ট্যান্ড এলাকা থেকে মৈশালার দিকে যাচ্ছিলেন। পথে পশু হাসপাতাল এলাকায় পৌঁছালে পেছন থেকে ইটবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ট্রাকটি জব্দ ও চালক রিয়াজ শেখকে আটক করেছে।