নদীতে মাছ ধরতে নামার পরে সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য সাঁতরে নদী পাড়ি দেওয়ার সময় সাগর ডুবে যায়।
Published : 21 Oct 2023, 12:48 PM
সিরাজগঞ্জ সদরে সাঁতরে ইছামতি নদী পাড়ি দেওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন এক তরুণ। ১৯ ঘণ্টা পার হলেও খোঁজ মেলেনি তার।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা এলাকায় নদী পাড়ি দিতে গিয়ে ওই তরুণ ডুবে যান বলে জানিয়েছেন কাজিপুর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম।
নিখোঁজ সাগর আলী (১৮) পাশ্ববর্তী ফুলবয়ড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
শনিবার বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল জানান, সাগর আলীসহ অনেকেই শুক্রবার বিকালে নদীর কিনারা ঘেঁষে হাত দিয়ে মাছ ধরতে নদীতে নেমেছিল। পরে সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য সাঁতরে নদী পাড়ি দেওয়ার সময় সাগর ডুবে যায়। সংবাদ পেয়ে নদীতে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
“পরে রাজশাহীর ডুবুরী দলকে সংবাদ দেওয়া হয়। শনিবার সকাল ১০টার থেকে তারা তরুণকে খুঁজতে নদীতে অভিযান শুরু করেছেন। কিন্তু এখনো খোঁজ মেলেনি সাগরের।”