“সরকার এক শ্রেণির ব্যবসায়ীকে বিশেষ সুবিধা দিতে গিয়ে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে।”
Published : 08 Oct 2023, 10:14 PM
দেশের জনগণের ‘চাহিদা অনুযায়ী’ আগামী নির্বাচন জাতীয় সরকারের অধীনে দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
রোববার বিকালে পিরোজপুর শহরের পুরাতন পৌরসভা সড়কে জেলা ইসলামী আন্দোলনের সমাবেশে তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, “সংবিধান বারবার সংশোধিত হয়েছে, পরিবর্তন হয়েছে। তাই জনগণ যেটা করবে সেটাই সংবিধান, আর জনগণ যেটা চাইবে না সেটা বাংলাদেশের সংবিধান হতে পারে না। ফলে জনগণের দাবি মেনে নিয়েই জাতীয় সরকার গঠন করে আগামী নির্বাচন দিতে হবে।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “আগের নির্বাচনে দিনের ভোট রাতে করেছেন, জাতি চুপ ছিল, কিছু বলেনি। তবে ২০২৪ এর নির্বাচন এমন আর করতে দেওয়া হবে না। আপনারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই। কিন্তু এক সময় আপনারা বলতেন, আজীবন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিন হরতাল করেছে।”
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে ফয়জুল করীম বলেন, “জনগণের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। সরকার এক শ্রেণির ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দিতে গিয়ে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে। সরকার দলীয় এই ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে।”
সমাবেশে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. ইয়াহজিয়া হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউল রহমান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) মাওলানা সিরাজুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা মো. মাসুম বিল্লাহ।