শিশুটির বাবা আহাজারি করে বলেন, “মেয়ে আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল, কিন্তু ওরে বাঁচানো গেলো না।”
বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় ধুনট সদর ইউনিয়নের রত্নীপাড়া দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানান ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম।
নিহত পাঁচ বছরের মিথিলা খাতুন ওই এলাকার মহব্বত আলীর মেয়ে।
স্থানীয়দের বরাতে এসআই মোস্তাফিজ জানান, ঝড় বৃষ্টির কারণে বৈদ্যুতিক তার ছিড়ে মহব্বত আলীর ঘরে রাখা একটি সাইকেল বিদ্যুতায়িত হয়েছিল।
“সকালে মিথিলা ওই সাইকেলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।”
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পুলিশ।
এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।