সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারত গেল বিজিবির প্রতিনিধি দল

কলকাতায় ১৩ থেকে ১৬ নভেম্বর বিজিবি-বিএসএফের সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2022, 07:33 AM
Updated : 13 Nov 2022, 07:33 AM

সীমান্ত সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে ভারতে গেছে বিজিবির ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল।  

রোববার সকাল ১০টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দলটি ভারতে প্রবেশ করে। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান। প্রতিনিধি দলে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান।  

শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, ভারতের কলকাতায় ১৩ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের মধ্যে সীমান্ত সমন্বয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি অতুল ফুলজেলে। 

সম্মেলনে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধসহ সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। 

রোববার বিজিবির প্রতিনিধি দলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শুন্যরেখায় পৌঁছালে বিএসএফ কলকাতা সেক্টর কমান্ডার রাজেস কুমার তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান। 

পরে ভারতের পেট্টাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবি প্রতিনিধি দলকে গার্ড অফ অনার প্রদান করা হয়। 

আলোচনা শেষে প্রতিনিধি দলটি ১৬ নভেম্বর বেনাপোল চেকপোস্ট সীমান্ত দিয়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা শাহেদ মিনহাজ।