বাবা-মায়ের পাশে শায়িত করা হয়েছে দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবকে।
শুক্রবার রাত সাড়ে ৮টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সন্ধ্যার দিকে অমিত হাবিবের মরদেহ গ্রামের বাড়ি এসে পৌঁছায়। পরে বাড়ির আঙ্গিনায় তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক।
শুক্রবার সকালে বাংলামোটরে দেশ রূপান্তর কার্যালয়ে অমিত হাবিবের প্রথম জানাজা, পরে দুপুরে জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা এবং বিকালে ঝিনাইদহ প্রেসক্লাবে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
২১ জুলাই বিকালে কর্মস্থলে অমিত হাবিব অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সন্ধ্যায় তাকে বিআরবি হাসপাতালে নিয়ে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নিয়ে রাখা হয়। ২৫ জুলাই তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: