কর্তৃপক্ষ বেতন ভাতা বৃদ্ধি না করলে আরও কঠোর আন্দোলন করা হবে বলেও জানান শ্রমিকরা।
Published : 02 Jan 2024, 02:43 PM
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রায় দুই ঘণ্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্পিনিং মিলের শ্রমিকেরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে মানিকগঞ্জের সাটুরিয়ায় নয়াডিঙ্গি এলাকার রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন।
পরে সোয়া ১০টায় শ্রমিকরা সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, সম্প্রতি সরকার সকল গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করলেও নিরব রয়েছে রাইজিং স্পিনিং মিল কর্তৃপক্ষ। যে কারণে বেতন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে তারা এই আন্দোলন করছেন।
কর্তৃপক্ষ বেতন ভাতা বৃদ্ধি না করলে আরও কঠোর আন্দোলন করা হবে বলেও জানায় শ্রমিকরা।
হাইওয়ে থানার ওসি সুখেন্দু বলেন, মহাসড়ক অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশের উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে কারখানার ভেতরে নিয়ে যান।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার ভেতরে আন্দোলন অব্যাহত রেখেছেন। তবে কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের সঙ্গে আন্দোলনের বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা চলছে।
মহাসড়ক এলাকায় যান চলাচল ও হাইওয়ে পুলিশের টহল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।