শিশু নির্যাতন মামলা: সেই মেয়র পেলেন আওয়ামী লীগের মনোনয়ন

“ভোটের মাঠে এই ঘটনার প্রভাব পড়বে না।”

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2023, 02:18 PM
Updated : 16 April 2023, 02:18 PM

তিন শিশুর চুল কেটে নির্যাতন মামলার আসামি নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভার মেয়র পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন।

শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় গোপালদী পৌরসভায় দলীয় প্রার্থী হিসেবে হালিম সিকদারের নাম ঘোষণা করা হয়।

হালিম সিকদার আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগেও দুইবার দলীয় মনোনয়নে তিনি এই পৌরসভা থেকে মেয়র নির্বাচিত হন।

গত ৬ ফেব্রুয়ারি ‘চুরির অপবাদে’ মাদ্রাসাছাত্র তিন শিশুর চুল কেটে নির্যাতনের অভিযোগ ওঠে মেয়র হালিম সিকদারের বিরুদ্ধে।

এই ঘটনায় ভুক্তভোগী এক শিশুর অভিভাবক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। তবে তিনি গ্রেপ্তার হওয়ার আগেই হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।

সেই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রামচন্দ্রদী বাজার এলাকায় সরকারি জায়গার উপর মেয়র হালিম সিকদারের একটি টেক্সটাইল কারখানা রয়েছে। কারখানাটি উচ্ছেদ করলে কিছু যন্ত্রপাতি এদিক-ওদিক ছড়ানো ছিল।

সকালে দুই শিশু সেখানে খেলছিল। তাদের একজনের হাতে একটি শেকল দেখতে পান মেয়র। পরে তিনি ওই দুইজনের হাত পেছনদিক করে বেঁধে অপর আরেক শিশুর বাড়িতে গিয়ে তাকে ধরে আনেন। পরে তিনজনকে একইভাবে বেঁধে পুরো গ্রাম ঘোরান। তাদের মারধরও করেন তিনি।

প্রায় তিন ঘণ্টা এভাবে ঘোরানোর পর বাজারে নিয়ে প্রকাশ্যে তিনজনের চুল কেটে দেন।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর মেয়রের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “ভোটের মাঠে এই ঘটনার প্রভাব পড়বে না।” 

আরও পড়ুন

Also Read: তিন শিশুর চুল কর্তন: আদালতে এলেও জামিন চাননি মেয়র

Also Read: তিন শিশুর চুল কর্তনকে ‘শাসন’ বললেন সংসদ সদস্য নজরুল

Also Read: ৩ শিশুর চুল কেটে নির্যাতন: গোপালদী মেয়রের বিরুদ্ধে মামলা

Also Read: ‘চুরির অপবাদে’ ৩ শিশুর চুল কেটে নির্যাতন