ভুক্তভোগী তিন শিশু ও তার অভিভাবকরা বৃহস্পতিবারও আদালতে এসেছিলেন; কিন্তু মেয়র জামিনের আবেদন করেননি।
Published : 09 Feb 2023, 07:44 PM
তিন শিশুকে চুল কেটে নির্যাতনের মামলায় জামিনের আবেদন করেননি নারায়ণগঞ্জের গোপালদী পৌর মেয়র হালিম সিকদার।
বৃহস্পতিবার জামিন আবেদনের কাগজপত্র প্রস্তুত থাকলেও তা আদালতে দাখিল করেননি বলে জানান আসামিপক্ষের আইনজীবী ফজলে রাব্বি।
বৃহস্পতিবারও ভুক্তভোগী তিন শিশু ও তার অভিভাবকরা আদালতে এসেছিলেন। বুধবারও মেয়র নিজে তাদের আদালতে এনেছিলেন।
অ্যাডভোকেট ফজলে রাব্বি বলেন, “আসামিপক্ষ আজকে জামিন আবেদন সাবমিট করতে চাননি। এই কারণে করা হয়নি। রোববার জামিন আবেদন করতে পারেন। তবে পুরোটাই আসামিপক্ষের মন-মর্জির উপর। কিংবা হাইকোর্টে গিয়েও জামিন চাইতে পারেন।”
তিনি আরও বলেন, “মেয়র কোর্টের দিকে আসছিলেন; কিন্তু তার ছেলের সাথে আমার কথা হয়েছে। তারা আজকে জামিন আবেদন দিতে চাননি।”
আদালত সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবারও মেয়রকে আদালতে দেখা গেছে। সকাল ৯টার দিকে তিনি আদালত প্রাঙ্গণে আসেন। তবে ১২টার আগেই চলে যান।
নাম গোপন রাখার শর্তে এক অভিভাবক বলেন, “মেয়র যেভাবে বলছেন আমরা সেইভাবেই করছি। আমরা বাড়াবাড়ি চাই না, আপোসে যেতে চাই। সেজন্য আজও গিয়েছিলাম কোর্টে। তার (মেয়র) গাড়িতেই গিয়েছিলাম। কিন্তু আজও আদালতে তোলা হয়নি। ম্যাজিস্ট্রেট নাকি অসুস্থ।”
তবে এই বিষয়ে কথা বলতে গোপালদী পৌর মেয়র হালিম সিকদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী সুপারিনটেনডেন্ট (রূপগঞ্জ-আড়াইহাজার সার্কেল) আবির হোসেন বলেন, “মামলার পর থেকেই মেয়র গা ঢাকা দিয়েছেন। তার মুঠোফোনের নম্বরসহ সব ডিভাইস বন্ধ। তবে তাকে গ্রেপ্তারের বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত আছে।”
পুলিশ পলাতক বললেও বুধবার ও বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে মেয়রের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি আসামিকে গ্রেপ্তারের জন্য। পুলিশকে প্রভাবিত করার কোনো সুযোগ নেই।”
গত সোমবার সকালে পাওয়ার লুম (তাঁত) কারখানার মেশিনের শেকল চুরির অপবাদে তিন শিশুকে বেঁধে গ্রাম ঘুরিয়ে চুল কেটে নির্যাতন করেন পৌর মেয়র হালিম সিকদার। এই ঘটনার বিষয়ে জানতে চাইলে ওই সময় তিনি সাংবাদিকদের কাছে অপকটে সব স্বীকারও করেন। এই ঘটনায় মঙ্গলবার সকালে মামলা হয়। এই মামলায় দুজন গ্রেপ্তার হলেও অধরা রয়েছেন পৌর মেয়র।
তিন শিশুর চুল কর্তনকে ‘শাসন’ বললেন সংসদ সদস্য নজরুল