তুমব্রু সীমান্তে গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্পে আগুন

আগুনে রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করলেও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2023, 02:39 PM
Updated : 18 Jan 2023, 02:39 PM

বান্দরবানের তুমব্রু সীমান্তের কোনারপাড়ার শূন্যরেখায় 'আরসা ও আরএসও’ এর মধ্যে গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এতে শতশত বসত ঘর ভস্মীভূত হয় বলে শঙ্কা করা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির ইউএনও রোমেন শর্মা এ কথা জানান।

আগুনে রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করলেও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

এদিকে, ক্ষতিগ্রস্ত বেশকিছু রোহিঙ্গা পরিবার শূন্যরেখার আশ্রয়শিবির

ছেড়ে তুমব্রু বাজার এলাকায় আশ্রয় নিয়েছে বলে প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তুমব্রু শূন্যরেখায় ‘আরসা-আরএসও'র মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা নিহত এবং একজন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ ব্যক্তি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্থানীয়দের বরাতে ইউএনও রোমেন শর্মা বলেন, সকাল থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের শূণ্যরেখায় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা-আরএসও’র মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা নিহত এবং আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।

“বিকাল ৪টায় এ ঘটনার জেরে তুমব্রু শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ায় শতশত বসতঘর পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।”

ইউএনও বলেন, গোলাগুলির পর বেশকিছু রোহিঙ্গা পরিবার শূন্যরেখার ক্যাম্প ছেড়ে তুমব্রু বাজার এলাকায় আশ্রয় নিয়েছে। বিজিবির সদস্যরা তাদের কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব রোহিঙ্গাদের শূন্যরেখায় ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও রোমেন জানান, ঘটনাস্থল শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পে হওয়ায় আন্তর্জাতিক রীতি মতে প্রশাসন বা বিজিবিসহ সীমান্ত সংশ্লিষ্টরা ঘটনার প্রকৃত কারণ ও চিত্র সম্পর্কে সম্যক অবগত নন। এ নিয়ে ঘটনার ব্যাপারে গণমাধ্যমের কাছে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।

সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কড়া সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ইউএনও।

আরও পড়ুন:

Also Read: কক্সবাজারের সীমান্তে ফের গোলাগুলির খবর

Also Read: শূন্যরেখায় রোহিঙ্গা ক্যাম্পে ‘আরসা-আরএসও’র গোলাগুলি, নিহত ১