সংসদ নির্বাচন করতে হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে সংসদ সদস্য প্রার্থী হতে চান গাজী মাঈনুদ্দিন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 04:55 AM
Updated : 14 Nov 2023, 04:55 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে সংসদ সদস্য প্রার্থী হতে চান বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। 

উপজেলা পরিষদ ভবনে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের কথাও জানান। 

গাজী মাঈনুদ্দিন বলেন, “আমাদের হাজীগঞ্জ উপজেলার ১২০টি ওয়ার্ড, ১২টি ইউনিয়ন ও শাহরাস্তিবাসী চাচ্ছে আমি যেন চাঁদপুর-৫ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি। 

“তাদের সমর্থন পেয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করতেই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালাম।” 

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান তিনি। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ। 

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন পেতে ৫ নভেম্বর পদত্যাগ করেছেন ফরিদগঞ্জের উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।