পাবনার রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2023, 03:36 PM
Updated : 19 April 2023, 03:36 PM

পাবনার ঈশ্বরদী উপজেলার নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকালে প্রকল্পের গ্রিন সিটির একটি আবাসিক ভবনের কক্ষে লাশটি পাওয়া যায় বলে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান। 

মৃত কুন আলেকজান্ডার (৩১) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে টেস্ট রোসেম লিমিটেড নামের একটি রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। 

অরবিন্দ সরকার বলেন, “মঙ্গলবার রাতে কাজ শেষ করে আলেকজান্ডার তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে তাকে ডাকাডাকি করলে রুমের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন সহকর্মীরা। পরে পুলিশ গিয়ে ওই রুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। 

“সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।” 

মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দু সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ছয় মাসে এই প্রকল্পে ছয় জনের অপমৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে; যারা রাশিয়াসহ আশপাশ অঞ্চলের বাসিন্দা।