ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে বিনা অনুমতিতে যেকোনো মানুষের প্রবেশ নিষেধ বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা।
Published : 23 Apr 2024, 06:21 PM
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ফাঁসিয়াখালী বনে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে এ ঘটনা ঘটে বলে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানান।
নিহত জমিলা বেগম (৩৫) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ রিংভং ছগিরশাহকাটা গ্রামের শাহ আলমের স্ত্রী।
রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ বলেন, সকালে জমিলা বন্যপ্রাণী অভয়ারণ্যে লাকড়ি সংগ্রহ করতে যান। দুপুর দলছুট বন্য হাতির আক্রমণে তিনি মারা যান। জমিলা বেগমের লাশ তার স্বজনরা নিজেদের বাড়িতে নিয়ে গেছে।”
এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা ছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে বিনা অনুমতিতে যেকোনো মানুষের প্রবেশ নিষেধ। সেখানে কেউ প্রবেশ করলে বন্যপ্রাণীর আক্রমণের শিকার হতে পারে মর্মে একাধিক স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো হয়েছে। এ ছাড়াও বেশকয়েকটি সচেতনতামূলক সভাও করা হয়েছে।
এরপরও অনুমতি ছাড়াই গাছ চুরি বা লাকড়ি সংগ্রহ করতে বিভিন্ন বয়সি নারী-পুরুষ প্রবেশ করেন। মাঝে মধ্যে বন্যপ্রাণীর আক্রমণে হতাহতের ঘটনা ঘটলেও ওই অভয়ারণ্যে মানুষের প্রবেশ বন্ধ করা যাচ্ছে না বলে রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ জানান।