আবু সাইদ চাঁদ রাজশাহীর পুঠিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
Published : 15 Oct 2023, 12:21 PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে কিশোরগঞ্জের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার সকালে তাকে আদালতে হাজির করা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাশিদুল আমিন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার বিএনপির এ নেতার জামিন শুনানি হবে বলে জানান আদালত পুলিশের এসআই অজিত কুমার সরকার।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, মানহানি ও ষড়যন্ত্রের অভিযোগে আবু সাইদ চাঁদকে প্রধান করে অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে গত ২৪ মে আদালতে মামলাটি করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
মামলায় বলা হয়, ১৯ মে আবু সাইদ চাঁদ রাজশাহীর পুঠিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: